অরুন নাথ,পটিয়া প্রতিনিধি*
চটগ্রামের পটিয়া কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজের ২০২৩-২৪ সেশনের ওরিয়েন্টশন ক্লাস ও নবীনবরন অনুষ্টান আজ সোমবার(৯ই অক্টোবর)বিকেল ২টায় কলেজ হলরুমে অনুষ্টিত হয়েছে।
কলেজের প্রভাষক মোর্শেদ আলম এর পরিচালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আলহাজ্ব নেজামুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজ পরিচারনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোহম্মদ এমরান।বিশেষ অতিথি ছিলেন এ প্রতিষ্টানের দাতা সদস্য ও আ,মীলীগ নেতা আলহাজ্ব জসিম উদ্দিন,অভিভাবক সদস্য মোহাম্মদ হোছাইন।
বক্তব্য রাখেন শিক্ষক রূপন কান্তি বড়ুয়া,কলেজ শাখার কো-অডিনেটর রবিউল আলম,শিক্ষক মৌলানা ইউছুপ চৌধুরী,আনোয়ারুল হক নুরী,ওসমান সিকদার,খতিজা বেগম,প্রভাষক নোবেল বড়ুয়া,জুই দে,নাছিমা সুলতানা,এরশাদুল আলম,মোহাম্ম আলী,জসিম উদ্দিন,আবদুস শুক্কুর,তাজিম সামস প্রমুখ।
এ ছাড়া অত্র কলেজের প্রত্যেক বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ সহ অধ্যয়নরত শিক্ষার্থী নবীন শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
অনুষ্টান শুরুতেই পবিত্র ধর্মগ্রন্হ পাট,জাতীয় সংগীতপাট,
নবীনদের ফুল দিয়ে বরন করে নেওা হয়।এরপর সময়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে এ সভা শুরু হয়ে আলোচনা সভার মাধ্যমে এ অনুষ্টান সম্পন্ন হয়।