অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধি:
চটগ্রামের পটিয়া উপজেলার ঐতির্য্যবাহী কুসুমপুর হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরন,কলেজ শাখার পিঠা উৎসব ও পটিয়া সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরীর সংবর্ধনা উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত হয়।
শনিবার(১৭ই ফেব্রুয়ারী) সকাল ১০টা নাগাদ অত্র বিদ্যালয়ের গর্বনিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ এমরান এর সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি শিক্ষক রূপন কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন অনুষ্টানের সংবর্ধিত অতিথি নব-নির্বাচিত সংসদ সদস্য ও দক্ষিন জেলা আ:মীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা সংস্হার চেয়ারম্যান ও সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব,উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)
ডা.তিমির বরন চৌধুরী,
উপজেলা আ:মীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ,চেয়ারম্যান জাকারিয়া ডালিম,উপজেলা আ:মীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান টিপু,সহ-প্রচার সম্পাদক কাজী মো: মোরশেদ,ইউনিয়ন আ:মীলীগ সাধারন সম্পাদক এড.হোসেন রানা,কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ আলহাজ্ব নেজামুল ইসলাম, বিদ্যালয় গর্বনিং বডির সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন,মোহাম্মদ হোছাইন প্রমুখ।
উল্লেখ্য সংবর্ধিত অতিথি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি অনুষ্টানে স্হলে পৌঁছলে তাকে বিদ্যালয়ের ছাত্রীরা বাদ্য-বাজনার মাধ্যমে এক অনন্য অনার প্রদান,বেলুন উওোলন সহ পিতা কাটার মাধ্যমে সভা মঞ্চে যোগদান করান।এছাড়া কলেজের পিঠা উৎসবের ৮টি ষ্টল উদ্ভোধন করেন এবং অনুষ্টানের অন্যান্য অতিথিদের সাথে নিয়ে পিঠা উৎসবের ষ্টল পরিদর্শন করেন তিনি।এরপর অতিথি ও উপস্হি সুধীজন একযোগে জাতীয় সংগীত পাটের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।সভার মাঝ সময়ে সংবর্ধিত অতিথি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপির হাতে সংবর্ধনা সম্মাননা স্মারক হাতে তুলে দেন বিদ্যালয়ের অধ্যক্ষ নেজামুল ইসলাম।এ সভা অনুষ্টান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্হাপনায় মহান একুশ ভাষা আন্দোলন বিষয়ে প্রর্দশনী নাঠিকা,নৃত্যানুষ্টান উপভোগ ও বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক হাতে তুরে দেন অনুষ্টানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথি বৃন্দরা।