1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে বোয়ালখালীতে মিষ্টি বিতরণ পীরে ত্বরিকত হযরত শাহ্সুফি মাওলানা সৈয়্যদ আরাফাতুল হক হাফেজ নগরী মাইজভান্ডারী’র ২তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন “পরিবারের চার ভাই সকলেই হলেন সিআইপি” প্রবাসে সবজি চাষে পটিয়ার  নাজিম উদ্দিনের সফলতা।  -আলমগীর আলম। কবি ইকবাল ও বাহাদুর শাহ জাফরের জাগ্রত চেতনায় সাহিত্য-দর্শনের উন্মেষ মাওলানা আবু নাছের জিলানীর মুক্তির দাবিতে কধুরখীল মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ গণসংযোগ রূপ নিয়েছে গণ-সমাবেশে শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক যুবক চট্টগ্রাম-১৪ আসনে চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিএনপির প্রার্থী হতে চায় এড. নাজিম উদ্দীন চৌধুরী বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টের সদস্য অ্যাবিগেল বয়েড। ঢাকায় এভারগ্রীন ৯৪ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত

পটিয়ায় ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা স্বামী জীবনন্দ অবধূতের ৮০তম তিরোধান দিবস পালন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৯ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার(২১শে সেপ্টম্বর)চটগ্রামের পটিয়া উপজেলা কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন গ্রাম প্রকাশ জিরি ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা শ্রীমৎ স্বামী জীবানন্দ অবধূত পরিবাজক এর তিরোধান দিবস উদযাপন যোগমঠ পরিচালনা পরিষদের উদ্যোাগে প্রতি বছরের ন্যায় এবার ৮০তম তিরোধান দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন নানান ধর্মীয় অনুষ্টান মালা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
এতে দিন্যব্যাপী অনুষ্টান মালার কর্মসূচীর আলোকে ভোর ঘটিকা থেকে শুরু হয় মাঙ্গলিক শঙ্খধ্বনী,মঙ্গল আরতি,চন্ডী পাট,জগৎ মঙ্গল কামনায় মহতী ব্রহ্মযজ্ঞাহুতি,
গুরু পূজা,ভোগ আরতি, স্বামীজীর স্মৃতিচারন অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
এ স্মৃতিচারন ধর্মীয় সভা যোগমঠ পরিচালনা পরিষদের সভাপতি সমাজসেবক বাবু অরুন কান্তি নাথ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক খোকন কান্তি নাথ ও বিবেকানন্দ নাথের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার সম্মতি জ্ঞাপন করে ছিলেন চটগ্রাম ক্রিসেন্ট লজিষ্টিক লিঃ চেয়ারম্যান ও দানবীর বাবু নিপুর চৌধুরী।তিনি ব্যবসায়িক বিশেষ কাজের ব্যস্হতা কারন জনিত অনুষ্টানে শরীরে যোগদান করতে না পারলেও ভিডিও কনফারেন্স অনুষ্টানের উপস্হিত সুধীজনের মাঝে তার গুরুত্ব পূর্ন বক্তব্য প্রদানকালে বলেছেন আমি আপনাদের সন্তান হিসেবে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আমি অনুষ্টানে যোগদান করতে না পারলেও মহান স্বামীজীর প্রতি আমার হৃদয়ে অঢেল ভক্তি,বিশ্বাস,সবই আছে।এই মহৎ অনুষ্টানে আসতে না পারায় আমি নিজেই ব্যতিত,ভারক্রান্ত মনে নিজ বিশেষ কর্মে নিয়োজিত রয়েছি এভাবে আরো অনেক কথা বলেন তিনি।
এতে অনুষ্টানের উদ্ভোধক অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুন্ড পূজা পরিষদের সভাপতি বাবু বিমল চন্দ্র দেব নাথ,বিশেষ অতিথি ছিলেন স্বামী নির্বানন্দ পুরী মহারাজ,বিশিষ্টি ধর্মীয় বক্তা ক্যাপ্টেন রন্জন মজুমদার,চান হরি মন্ডল,নাথ সমিথির সাধারন সম্পাদক ও কুসুমপুরা ইউনিয়ন আ,মীলীগ সভাপতি মাধাই চন্দ্র নাথ,অবঃ প্রাপ্ত শিক্ষিকা স্বর্নলতা দেবী,বাবু শ্যাম কৃষ্ণ রুদ্র,দুদুল দাশ সহ বিভিন্ন মঠ-মন্দিরের সাধু,সন্যাসী বৃন্দ।
এ ছাড়া বহ্মযজ্ঞে পৌরহিত্য করেন ওঁকারেশ্বর যোগমঠ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রনবানন্দ অবধূত।শ্রীমদ্ভগবত গীতা পাটে ছিলেন বিশিষ্ট গীতাপাটক বাবু নিউটন দেব নাথ ও তার দল।
এরপর দুর-দুরান্ত থেকে আগত স্বধর্ম-পিপাসু ভক্তদের মাঝে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট