অরুন নাথ,পটিয়া,প্রতিনিধিঃ চটগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন এলাকার ঐতির্য্যবাহী সৈয়দ আবদুন নুর(এস.এ.নূর) উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্ভোধন উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মহিউদ্দিন আনসার এর সভাপতিত্ব এবং শিক্ষিকা ইসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।
শনিবার(১৩ই এপ্রিল)সকার ১০টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত সভার প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ বক্তব্যকালে বলেছেন,শিক্ষা জাতির মেরুদন্ড।জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নানামুখী উন্নয়নের মাঝে অগ্রাধীকার ভিওিতে আরো মানসম্পন্ন শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে পদক্ষেপ গ্রহন করেছেন।যাহা ডিজিটাল স্মার্ট বাংলদেশ বির্নিমান সহায়ক।দেশে শতভাগ শিক্ষিত সমাজ গড়ে তুলতে পারলে সকল ক্ষেত্রে উন্নয়নে দেশ আরো এগিয়ে যাবে।বাংলাদেশ উন্ননে মধ্যম আয়ের দেশ হিসবে বিশ্বে রোল মডেল স্বীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা এবার আমাদের স্মার্ট বাংলাদেশ বির্নিমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।এই স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের শিক্ষা ব্যবস্হার উন্নতি করতেই হবে। দেশে নারী শিক্ষার দিকে আমাদের নজর রাখতে হবে এবং বাল্য বিবাহ রোধে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে সজাগ দৃষ্টিতে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং নারী শিক্ষার উন্নয়নে অবিভাবকদের অসীম ভূমিকা রাখতে হবে,এসব বিষয়ে আরো কথা বলেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ব বিদ্যালয় মন্জুরী কমিশন(ইউজিসি)সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন,চটগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের,চটগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডাঃ ইসমাইল খান,চটগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(টুয়েট) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম,রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.সেলিনা আখতার,
চটগ্রাম ভেটেরিনারী ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়(সিভাসু) উপাচার্য অধ্যাপক ড. এ. এস.এম লুৎফুল আহসান।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.শাহাদাত হোসাইন।
আরো অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডঃ কামরুন্নেছা আকতার,দক্ষিন জেলা আঃমীলীগ সহ-সভাপতি ও বিজিএমই এর সাবেক সহ-সভাপতি মোঃ নাছির,বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সাধারন সম্পাদক নজরুল ইসলাম,হাবীব হাসনাত,সোহেল হাসনাত,শেহাব উল্লাহ আল মন্জুর,আলহাজ্ব সামশুল আলম,আবদুল মোমেন,মেঘনা গ্রুপ এমডি আবু তাহের সহ ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।