অরুন নাথ,পটিয়া(চটগ্রাম) প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলার ঐতির্য্যবাহী সামাজিক সংগঠন এভেটস্ এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকি ও শিক্ষা বৃত্তি’২৪ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সাঁইদাইর গাউসিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদ্রাসার মাঠে অনুষ্টিত হয়েছে।
শুক্রবার(৫ই জুলাই)বিকেলে সংগঠনের সভাপতি হাসেম বাহাদুর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয় এর সঞ্চালনায় অনুষ্টিত সভার প্রধান অতিথি
চটগ্রাম মেট্টোপলিটন চেম্বারের সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রতিষ্টাতা আলহাজ্ব খলিলুর রহমান বক্তব্যকালে বলেন শিক্ষা জাতীর মেরুদন্ড,শিক্ষা ছাড়া বর্তমান দেশ-বিদেশে কোন কাজ করা যায়না।শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষককের পাশাপাশি পিতা-মাতাদের অগ্রনী ভূমিকার কৌশল অবলম্ভন করতে হবে।পটিয়ার কোন ছাত্র-ছাত্রী শিক্ষা জীবনে টাকার অভাবে পড়া লেখার খরছ চালাতে যারা বাধাগ্রস্হ হয় তাদের জন্য এভেটস সংগঠন।সামাজিক সংগঠন এভেটস প্রতিষ্টা লগ্ন থেকে শিক্ষা সুশিক্ষা বিস্তারের জন্য কাজ করে যাচ্ছে।শিক্ষার্থীরা সুশিক্ষায় গড়ে উটতে বিভিন্ন বিদ্যালয়ের শিকার্থীদের নিয়ে পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতা সৃষ্টি করা এবং শিক্ষা বৃওি প্রদান কর্মযজ্ঞ সত্যিকার অর্থে প্রসংসনীয় কাজ।যার জন্য এভেটস সংগঠনের সকল কর্মকর্তাকে অভিনন্দন জানাই।এ ছাড়া উপস্হিত অবিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনাদের সন্তান বা কারো সন্তানের টাকার অভাবে শিক্ষা জীবন চালিয়ে যেতে অসুবিধা হলে এভেটস কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন।এভেটস সংগঠনে শিক্ষা বিষয়ে আমি পৃষ্টপোষক করে রেখেছি এভাবে আরো অনেক কথা বলেন তিনি।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আলহাজ্ব আহমেদুল হক,বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা জায়দুল হক চৌধুরী তপু,জিরি ইউপি চেয়ার চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু,জসীম উদ্দিন বাাবু,আবু তাহের ইমু,আলহাজ্ব ইদ্রিচ চৌধুরী অপু,সাইফুল ইসলাম সাইফু,নারগিস আক্তার তানিয়া,
এছাড়াও বৃত্তি কমিটির আহবায়ক আজিজুল হক, সচিব নাঈম উদ্দীন বাবু, মফিজুল ইসলাম নিলয়, রায়হান চৌধুরী, জাহাঙ্গীর আলম, শহিদুল আলম ,আলী শিফন, ইমাম উদ্দিন জিসান, এইচ এম বেলাল উদ্দীন চৌধুরী, নাঈম উদ্দিন বাবু, মিনহাজুল ইসলাম, ইফতেখার ইসলাম সায়েম, মামুন উদ্দীন জীবন, এমরান হোসেন জীবন,সোনিয়া,তাহিয়া,ইমু, উমাইয়া, নিলয়,মন্জু, রাশেদ, প্রমূখ।