1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বোয়ালখালীতে  বিক্ষোভ মিছিল সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে স্বপ্নযাত্রীর ঈদ উপহার বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বিতরণঃ বোয়ালখালীতে দুই লবণ কারখানাকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ২৪ ঘন্টায় চট্টগ্রামে গ্রেফতার আরও ৩৮ আ.লীগ নেতাকর্মী বোয়ালখালীতে ছিনতাই ও প্রতারণার ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ জনগণ আতঙ্কে বোয়ালখালীতে ঈদ উপহার হিসেবে বিনামূল্যে চাল বিতরণ এপেক্স ক্লাব অব বার আউলিয়ার রমজানের সেবা কার্যক্রম পটিয়ায় হজরত এবাদুল্লাহ শাহ (রহঃ) ওরশ শরীফের ব্যাপক প্রস্তুতি।। বর্ণাঢ্য শোভাযাত্রা পটিয়াএ কেলিশহরে বিএনপির ইফতার মাহফিলে ইদ্রিস মিয়া::দলের মধ্যে গ্রুপিং করবে না ঐক্যবদ্ধ হয়ে বিএনপি’কে ক্ষমতাই আনতে হবে।

পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ
পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ২২তম আসরের স্বপ্নের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলায় শক্তিশালী বোয়ালখালী ফুটবল একাডেমীকে ২-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিল পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের ৭নং জার্সিধারী স্টাইকার মোহাম্মদ জিবলু দলের হয়ে প্রথম ও দ্বিতীয়ার্ধে একাই দুইটি গোল করে খেলা শেষে ম্যাচ সেরা পুরস্কার লাভ করেন। খেলা শেষে ম্যান অব দা সিরিজ পুরস্কার লাভ করেন বোয়ালখালী ফুটবল একাডেমীর অধিনায়ক জাহিদ হোসেন এমিলি ও সেরা টুর্ণামেন্ট সেরা গোল কিপারের পুরস্কার লাভ করেন মোহামেডানের দলীয় গোল রক্ষক মোহাম্মদ জাকারিয়া।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় পটিয়ার খলিল মীর কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দুই দলের মধ্যেকার তীব্র প্রতিদ্বন্দি¦তাপূর্ণ খেলায় শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলতে থাকে। শুরুতেই মুর্হুমুহু আক্রমণ পাল্টা আক্রমণ এবং প্রতিপক্ষের গোল পোষ্টে সংঘবদ্ধ আক্রমণে দুই দলের রক্ষণভাগ ব্যতিব্যস্ত হয়ে উঠে। এরই মধ্যে ম্যাচের প্রথমার্ধে মোহামেডানের ৭নং জার্সিধারী খেলোয়াড় মো: জিবলু প্রতিপক্ষের গোল পোষ্টের কাছের সর্থীতের দেয়া পাশে একজন খেলোয়াড় ও গোল রক্ষককে কাটিয়ে চমৎকার গোল করে দলকে ১-০ গোলে লিড এনে দেয়।
খেলায় বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ পেয়েও কাঙ্খিত গোল করতে ব্যর্থ হয় বোয়ালখালী ফুটবল একাডেমী। এছাড়াও দলের হয়ে মাঠ দাঁপিয়ে বেড়ানো অধিনায়ক জাহিদ হোসেন এমিলি বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধেও উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেললে শেষ সুযোগ কাজে লাগায় মোহামেডানের স্টাইকার মো: জিবলু। গোল পোষ্টের খুব কাছ থেকে জটলার মধ্যে প্রতিপক্ষের জালে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। খেলা শেষে ২-০ গোলে জয় নিয়ে টুর্ণামেন্টের ২২তম আসরের শেষ হাসি হাসলো পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান টুর্ণামেন্ট কমিটির আহবায়ক এম ইদ্রিস চৌধুরী অপু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি টুর্ণামেন্টের প্রধান পৃষ্টপোষক আলহাজ্ব খলিলুর রহমান। এবিটস’র আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাফ্ফার নাহার ট্রাস্ট’র চেয়ারম্যান আলহাজ শামসুল আলম, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালক আলহাজ আহমেদুল হক। উপস্থিত ছিলেন এবিটস’র আবু তাহের ইমু, আরিফুল ইসলাম সুমন, ফোরকান, নজরুল ইসলাম নিলয়, মো: জাহাঙ্গীর আলম, মো: মফিজ, জিএম বাবু, মো: শহিদ, নওশাদ ও নিহাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট