(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে ।
পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত পেরির মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব পটিয়ার ফাউন্ডার এন্ড চাটার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান , প্রেসিডেন্ট মোহাম্মদ লিয়াকত আলী ,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ আলমগীর আলম, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এপেক্সিয়ান মোর্শেদুল রেজা সবুজ জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবু সাঈদ তালুকদার খোকন, সার্ভিস ডাইরেক্টর জসীম উদ্দীন, শিক্ষক নেতা শহিদুল আলম, রেখা দাশ শিশু তাহসিন আলম আজিম, আব্দুল্লাহসহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে এ বাংলা মাতৃভাষা হিসেবে সৃষ্টি হয়েছিল বাঙালির এই চেতনা লালন পালনে নতুন প্রজন্মকে আরো বেশি বেশি মাতৃভাষার প্রতি ভালোবাসা দায়িত্বশীলতার মাধ্যমে কাজ করতে হবে। তাহলেই মাতৃভাষার গৌরব আজীবন সমুন্নত থাকবে।