পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-(৩১ মে ২০২৪) শুক্রবার ব্যাংকারদের সংগঠন ‘ইউনিটি অফ ব্যাংকার্স এসোসিয়েশনস’ এর উদ্যোগে সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান পটিয়াস্হ ডাক বাংলো মোড় খুশবু ডাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে উপস্হিত ছিলেন এসোসিয়েশনের কার্যকরী পরিষদের প্রধান গাজী মোহাম্মদ জামাল উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন মোঃ ইরফানুল হক, মোহাম্মদ শাহজাহান, মোঃ ওসমান, মাফিজুর রহমান, মরিয়ম বেগম, পুলিন মজুমদার, মাঈন উদ্দিন রাজীদ, মোঃ সামাদ, মোঃ রবিউল হাসান প্রমূখ।
আগামী বছরের (২০২৪-২৫) জন্য সদস্যদের ভোটাভোটির মাধ্যমে নির্বাচিত নতুন কার্যকরী পরিষদের দায়িত্ব পেলেন যথাক্রমে মোহাম্মদ মাফিজুর রহমান, মোহাম্মদ ওসমান, পুলিন মজুমদার। নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত হলেন মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাজী মোহাম্মদ জামাল উদ্দিন এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন।উল্লেখ্য এসোসিয়েশনের কর্মদক্ষতা বৃদ্ধিসহ আগামী বছরগুলোতে নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম ও পরিকল্পনা গ্রহণ করা হয়।