অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধি:
“চলো ঐক্য হই,ফুটবল মাঠে মিলিত হই”এই প্রতিপাদ্যে চটগ্রাম পটিয়া উপজেলার কাশিয়াইশ উচ্চ বিদ্যালয় মাটে গতকাল শুক্রবার(৯ই জানুয়ারী)বিকেলে আশিয়া চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর এক আনুষ্টানিক শুভ উদ্ভোধন হয়েছে।
এ টুর্ণামেন্ট আশিয়া ইউনিয়ন বিভিন্ন এলাকার খেলোয়াড়দের নিয়ে গটিত এ-গ্রুপ,বি-গ্রুপে ৬টি টিমের মধ্যকার এ খেলা অনুষ্টিত হইবে।
এতে টুর্ণামেন্ট কমিঠির আয়োজিত উদ্ভোধন অনুষ্টান উপলক্ষে এক আলোচনা সভা টুর্ণামেন্ট পরিচালনা কমিটির প্রতিনিধি আতাউল গনি এর সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। এতে উদ্ভোধক অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবিকা শাহেদা আইয়ুব কলি বক্তব্যকালে বলেন মাদককের ছোবল থেকে রক্ষা এবং মুক্তির একমাত্র উপায় ক্রীড়া।তাই যুব সমাজকে ক্রীড়া মুখী করার মহৎ উদ্দেগ এ টুর্ণামেন্ট।এভাবে প্রতিটি গ্রামের পাড়ায় পাড়ায় যুবকদের ক্রীড়া মুখী করলে মাদক থেকে রক্ষা পাওয়া সম্ভব।এ জন্য যারাই এই শুভ আয়োজন করেছেন তাদের অবিনন্দন জানাই এবং টুর্ণামেন্ট শুরু থেকে শেষ পর্য্যন্ত সম্পন্ন করার সফলতা কামনা করি,এভাবে আরো অনেক কথা বলেন তিনি।প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্হার সহ-সভাপতি ও ৮নং(ক)আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এম এ হাশেম।বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য হাশেম উদ্দিন চৌধুরী,আরিফ উদ্দিন বাবু,বাবু নিকাশ বড়ুয়া,ইউনিয়ন আ:মীলীগ নেতা জহিরুল ইসলাম চৌধুরী,বাবু উদয়ন বড়ুয়া,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলী সভাপতি এইচ এম নজরুল ইসলাম,যুবলীগের যুগ্ম আহব্বায়ক মাহফুজুল হক।
আরো উপস্হিত ছিলেন আলী করিম বাবু,প্রিয়তোষ চৌধুরী,আবছার উদ্দিন,মো: মন্জু,মো: আদিল,শিক্ষক হাসিবুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য সভা শেষে ফিতা কেটে খেলার মাঠে প্রবেশ ও বল খেলে টুর্ণামেন্টের শুভ উদ্ভোধন করেন অনুষ্টানের উদ্ভোধক অতিথি শাহেদা আইয়ুব কলি ও প্রধান অতিথি চেয়ারম্যান এম এ হাশেম সহ অন্যান্য অতিথি বৃন্দ।
এ ছাড়া টুর্ণামেন্টের উদ্ভোধনী খেলা দক্ষিন আশিয়া ফুটবল একাদশ বনাম মির্জাপাড়া ফুটবল একাদশ মধ্যকার খেলা অনুষ্টিত হয়েছে।এতে দুই পক্ষের আড্ডা লড়াইয়ের শেষ পর্যন্ত গোল শুন্য অবস্হায় ড্র হয়ে খেলার উদ্ভোধনী ম্যাচ সম্পন্ন হয়।