অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধি-
চটগ্রামের পটিয়া উপজেলা দক্ষিন আশিয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রারাসা ময়দানে পাক-পাঞ্জেতন ও আহলে বাইতে রাসুল (দঃ)স্মরনে ১০ দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল গত সোমবার (৮ই জুলাই) থেকে শুরু হয়েছে।
দক্ষিন আশিয়া শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের আয়োজনে এ মাহফিল প্রতিদিন মাগরিব এর পর হতে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত এক কর্মসূচীর আলোকে চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল জুমাবার (১২ই জুলাই)পঞ্চম দিবস অনুষ্টিত হয়েছে।
এতে উপস্হিত সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত পটিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য ও চটগ্রাম দক্ষিন জেলা আঃমীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী,সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দিদারুল আলম দিদার।
এতে মাহফিলে ছদরে ওয়াজ প্রদান করেছেন হযরতুলহাজ্ব আল্লামা কাজী মঈনউদ্দীন আশরাফী(ম.জি.আ.),নাতে রাসুল(দ:)প্রদান করেছেন শায়ের মোহাম্মদ জানে আলম রেজা।তিলোয়াত কালামে পাক প্রদান করেছেন মাওলানা মুহাম্মদ আরমুনুর রহমান।
সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশিয়া ইউপি চেয়ারম্যান মোঃ এম এ হাশেম,দক্ষিন আশিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম সাইফুদ্দিন,উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক ও সমাজসেবক ইমরান উদ্দিন বশির।
মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুফতি মাওলানা আবু তালেব মঈনীর সভাপতিত্বে এবং নুরুল আমিন টিটু এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্হিত ছিলেন যথাক্রমে সমাজসেবক জসিম উদ্দিন,মুহাম্মদ আলম চৌধুরী,মেম্বার আরিফ উদ্দিন বাবু,জিয়া উদ্দিন মাহমুদ বাবুলু,মুহাম্মদ পারভেজ
মাওলানা জিয়াউর রহমান,মাষ্টার আইয়ুব খান,জহির আহমেদ চৌধুরী,আজিজুল হক,আলহাজ্ব মোজাহেরুল ইসলাম,লিয়াকত আলী চৌধুরী,বেলাল উদ্দিন,আবদুর রহিম,গাজী মুহাম্মদ সোলাইমান প্রমুখ। উল্লেখ্য এ মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মাগরিব এর নামাজের পর এ মাহফিল শুরু হলে হাজারো ধর্মপ্রান তৌহিদী মুসল্লী মুসলিম জনতা ওয়াজ ধর্য্যের সাথে নীরবে বিভিন্ন ওয়াজ শোহাদায়ে কারবালার মর্মবানী আহরন করেন তারা।