অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধি-
চটগ্রামের পটিয়া উপজেলা দক্ষিন আশিয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রারাসা ময়দানে পাক-পাঞ্জেতন ও আহলে বাইতে রাসুল (দঃ)স্মরনে ১০ দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল আনুষ্টানিক শুভ উদ্ভোধন হয়েছে।
গতকাল সোমবার(৮ই জুলাই) বাদে মাগরিব পর সময়ে শুরু হয়ে আগামী বুধবার(১৭ই জুলাই) বুধুবার পর্যন্ত যথাসময়ে সময়ে অনুষ্টিত সম্পন্ন হবে এ মাহফিল।
এতে দেশ বরেন্য বিশিষ্ট আলেম,ওলামা,মাওলানাগন অতিথি হিসেবে ওয়াজে অংশগ্রহন করার সম্মতি জ্ঞাপন রয়েছে।
গতকাল সোমবার(৮ই জুলাই) মাগরিব এর পরসময়ে ১০ দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসের আনুষ্টানিক সভায় এক বক্ত্যের মাধ্যমে শুভ উদ্ভোধন ঘোষনা করেছেন মাহফিল অনুষ্টানের উদ্ভোধক হিসেবে আমন্ত্রিত অতিথি আশিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ হাশেম।
এতে শিক্ষার্থী হাফেজ মুহাম্মদ আব্দুল আলিম এর তিলোয়াত কালামে পাক এবং শায়ের মুহাম্মদ আহসান হাবিব এর নাতে রাসুল(দঃ) পরিবেশনের মাধামে ছদরে মাহফিল ওযাজ প্রদান করেন আল্লাম মুৃফতি আহমদ হোছাইন আলকাদেরী(ম.জি.আ.)।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সমাজসেবক মুহাম্মদ জয়নাল আবেদীন,বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন,মেম্বার আরিফ উদ্দিন বাবু,মুহাম্মদ হোসেন রনি,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম,সমাজসেবক শেখ মফিজ আহমদ,মিজান চৌধুরী।
এতে নুরুল আমিন টিটুর সঞ্চালনায় অনুষ্টিত মাহফিলে উপস্হিত ছিলেন মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুফতি মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনী,কো-চেয়ারম্যান আব্দুল মান্নান,আব্দুল করিম,কাজী মবিন,শহিদুল ইসলাম,ঈমন,আলম,শহীদ,
শরীফ,আবু সাঈদ,মহিম ফারুখী সহ হাজারো ধর্মপ্রান তৌহিদী মুসল্লী জনতা এ মাহফিলের বয়ানে অংশগ্রহন করেছেন।