1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

পটিয়ায় আ,লীগের বর্ধিত সভায় নৌকার প্রার্থী বিজয়ের অঙ্গীকারে হাত তুলে ঐক্যবদ্ধ হলেন নেতৃবৃন্দরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তারা বলেছেন, চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তন করে এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকার প্রার্থী মনোনীত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়াকে কলংকমুক্ত করেছেন।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে, পটিয়া রয়েল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় তৃণমূল নেতারা এসব কথা বলেন।

বর্তমান সংসদ সদস্য সামশুল চৌধুরীকে ইঙ্গিত করে নেতারা বলেন, কোনদিন আওয়ামী লীগ করেননি সামশুল হক চৌধুরী। কিন্তু প্রতিমন্ত্রী মর্যাদা পেয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছেন সামশুল হক, তার ধৃষ্টতা নির্বাচনে দিন ব্যালেটের মাধ্যমে জবাব দিবে এলাকাবাসী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর ফলে আপনাকে মাঠ ছেড়েও পালাতে হবে।

নেতারা বলেন, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন তৃনমুল পর্যায়ের পরীক্ষিত ও বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকা প্রতীকের মনোনয়ন দিয়ে তৃনমুলকে মূল্যায়ন করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

সভায় আরো অভিযোগ করা হয়, সামশুল হক চৌধুরী আওয়ামী লীগকে বিভক্ত করে রেখেছেন গত ১৫ বছর ধরে। দলীয় কোন্দলের কারণে নেতৃত্ব শুন্য হচ্ছে পটিয়া আওয়ামী লীগ। অবশ্য আওয়ামী লীগের সাড়ে ১৪ বছরের শাসনামলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে, তৃণমূল নেতারা আবারো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এজন্য দলীয় ঐক্য প্রয়োজন বলে মনে করেন তারা। এ অবস্থায় দল ও দেশের প্রয়োজনে নেতারা ভেদাভেদ ভুলে সংসদ নির্বাচনে দলকে বিজয় উপহার দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে প্রার্থী পরিবর্তন করে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মহিলা এমপি তেমন আরা তৈয়ব, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, জেলা আওয়ামী লীগের সসভাপতি আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, সাংগঠনিক সম্পাদক আ ম ম টিপু সুলতান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মতিন চৌধুরী, চৌধুরী মাহাবুবুর রহমান, সিরাজুল ইসলাম মাস্টার, কাজী আবু তৈয়ব,জুলকারনাইন চৌধুরী জীবন প্রমুখ।

বর্ধিত সভার পূর্বে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও পটিয়া পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল নিয়ে বর্ধিত সভায় যোগদান করেন। এসময় বর্ধিত সভা জনসভায় রূপান্তর হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট