অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চটগ্রামের পটিয়া উপজেলা শাখার আয়োজনে শনিবার(২৭ শে মে) বিকেলে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভা পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এম এ হাশেম এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রবিউল হোসেনে রুবেলের সঞ্চানায় অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চটগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।বিশেষে বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।আরো বক্তব্য রাখেন দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুল খালেদ খাঁন,মোঃ আতাউল করিম,উপজেলা নেতা বাবু নয়ন শর্মা।
এছাড়া আরো উপস্হিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক এবং কর্মী বৃন্দ।