1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাওলা কুতুবিয়া মাদ্রাসায় আধুনিক প্রযুক্তির বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন কালুরঘাট সেতুতে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত স্টেশন মাস্টার বোয়ালখালীতে পর্নোগ্রাফি মামলায় তিন যুবক আদালতে বেগমগঞ্জে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বেগমগঞ্জ নির্বাচন অফিস মুখি সেবা গ্রহিতারা বোয়ালখালীতে মুজিব সৈনিক  সৈয়দ সরোয়ার গ্রেপ্তার সুরঙ্গের ভেতর থেকে বোয়ালখালীতে যুবলীগ নেতাকে আটক চন্দনাইশে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়নের উপর তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল র‍্যালী চন্দনাইশে এলডিপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

পটিয়ায় আওয়ামীলীগের গনসমাবেশে হাজারো মানুষের ঢল

  • প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৪৫৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া-১২ সংসদীয় আসনের সদস্য, জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ থেকে অব্যহতি দেয়ায় গনসমাবেশ ও রাজপথে আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

গতকাল শুক্রবার (১২ মে) বিকেলে আনন্দ মিছিল পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে
উপজেলা আ’লীগের সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ,সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী,জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু,দক্ষিন জেলা আ,মীলীগ সাবেক সদস্য বিজন চক্রবর্ত্তী,পটিয়া উপজেলা আওযামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক এম এজাজ চৌধৃরী,মোরশে আলম,সহ-সভাপতি আব্দুল খালেক চেয়ারম্যান,আব্দুল্লা আল-হারুন,আব্দুল খালেক,পটিয়া পৌরসভা
আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম,সাধারণ সম্পাদক এমএনএ নাছির ছাড়াও যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

জানা গেছে, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ২০০৯ সাল থেকে সংসদ সদস্য পদে রয়েছেন। তার ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন সময় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠে।
বিশেষ করে ক্যাসিনো বিরোধী অভিযানের সময় তিনি ক্লাবগুলো পরিচালনার জন্য ক্যাসিনোর পক্ষে বক্তব্য দিয়ে সারাদেশে আলোচিত হন।
দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি’র বিরুদ্ধে দীর্ঘ ৪ বছর অনুসন্ধান করে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাননি বলে গত ৯ মে লিখিত ভাবে অব্যহতি পত্র দেন। এতে এলাকায় তার সমর্থকদের মধ্যে উল্লাস নেমে আসে।
হুইপ সামশুল হক চৌধুরীর এমপি’র পটিয়া উন্নয়ন সমন্বয়কারী ও জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু জানিয়েছেন,হুইপ সামশুল হক চৌধুরী এমপির বিরুদ্ধে দুদকে যে অভিযোগ ছিল তা মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে।এবং হুইপ ও তার পরিবরের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বার বার বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে, কোন অনিয়ম পথের কাজে তাকে স্পর্শ করাতে পারেনি তারা।
তাই ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে পটিয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনে উদ্যোগে গনসমাবেশ ও মিছিল বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট