পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রামের পটিয়ায় অটো টেম্পো পরিবহন শ্রমিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ১৪ জানুয়ারি রবিবার সন্ধায় সালাম আর্কেডিয়া কমিউনিটি সেন্টারে টেম্পো সমিতির সভাপতি জামশেদুল হক এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক খোরশেদুল আলম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম, বিশেষ অতিথি ছিলেন সাবেক কমিশনার হাসান মুরাদ, প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডি.এম. জমির উদ্দিন, সাবেক ছাএনেতা এটিএম শাহাজাহান, বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মো: ইলিয়াছ, অর্থ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো: হারুন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সদস্য মোস্তাফা কামাল, মোহাম্মদ করিম, আকতার হোসেন, মোহাম্মদ মাসুদ, মো: আলমগীর, আলী আকবর, সাবেক ছাএনেতা সাইফুল ইসলাম জুয়েল, যুবলীগ নেতা মো: আরিফ, মোহাম্মদ বেলাল হোসেন, আবদুল খালেক, শ্রমিক নেতা খরনার নুরুল হাকিম
ছৈয়দ নুর,মোহাম্মদ ফরহাদ চৌধুরী,
প্রমুখ। বার্ষিক সাধারণ সভায় বার্ষিক আয় -ব্যায় রিপোর্ট প্রকাশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক খোরশেদুল আলম।
বার্ষিক সাধারণ সভা শেষে এক হাজার শ্রমিকের জন্য খাবারের আয়োজন করে। পরে এক মনোঙ্গ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন চট্টগ্রামের কন্ঠ শিল্পী প্রিয়া মনি ও জাফর কামাল সংগীত পরিবেশন করেন।