স্টাফ রিপোর্টার:
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ পটিয়া থানা শাখার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭অক্টোবর (রবিবার)সকালে পটিয়া ইন্দ্রপুল বাইপাস, হল টুডে কনভেনশন হল সেন্টারে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন পটিয়া উপজেলার সভাপতি হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন পটিয়া বেসরকারি মাদ্রাসা এসোসিয়েশনের সভাপতি মুফতি বেলাল উদ্দিন আজাদ।
হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন চট্রগ্রাম পটিয়া উপজেলার সহ- দপ্তর সম্পাদক মাওলানা মুহাম্মদ রিদওয়ানুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তাহফীজুল কুরআন সংস্থার সাধারণ সম্পাদক সিনিয়র ও আল জামিয়া আল- ইসলামিয়া পটিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ নুরুল আবছার। বিশেষ অতিথি ছিলেন আল জামিয়া আল- ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মাসুম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নূরানী শিক্ষা বোর্ডের পরিচালক মাওলানা ইরফান কাসেমী, প্রধান বিচারক ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহীদুল মোস্তফা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যথাক্রমে, অত্র কমিটির সাধারণ সম্পাদক হাফেজ রফিক বিন হুসাইন, সহ-সাধারণ সম্পাদক হাফেজ রুহুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. ইসমাইল,অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ,ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শায়ের মো.আকতার উদ্দিনসহ আলেম-ওলামা ও ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ দ্রষ্টব্য:-অনুষ্ঠান চলাকালীন সময়ে ছয়জন বিচারক দায়িত্ব করেছেন।এবং২০টি মাদ্রাসার মোট ১৪১ জন ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৩১জন প্রতিযোগিতাকে ইয়েস কার্ড দেওয়া হয়।
পরে কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।