পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আয়োজন করা হয় “মুক্তির মন্দির সোপান তলে” শিরোনামে বিশেষ অনুষ্ঠান। দেশের গান, কবিতা আর কথামালায় অন্য রকম এক মনোমুগ্ধকর সন্ধ্যা উপভোগ করেছে প্রত্যয়ের সঙ্গীত ও আবৃত্তি বিভাগের ৬০ জন শিক্ষার্থী। গত ২৮ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৫টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও প্রত্যয়ের শিক্ষার্থী এঞ্জেলিনা বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাবিলা এন্ড ছৈয়দ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম হারুনর রশীদ, সালেহ আহমেদ হাসান বানু ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডা. শাখাওয়াত হোসেন হিরু, প্রত্যয়ের নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাশ, এপেক্স ক্লাব অব পটিয়ার চ্যাটার্ড প্রেসিডেন্ট ছৈয়দ মিয়া হাসান, সংবাদকর্মী নাফিজ করিম চৌধুরী, তবলাবাদক নিতাই পদ নাথ, সংগীতশিল্পী শিবু মল্লিক, আবৃত্তি বিভাগের সমন্বয়ক নীহারিকা পাল।
এস এম হারুনর রশীদ বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের জাতীয় বীরদের জীবনী জানতে হবে। সেই সাথে দেশকে নিয়ে লেখা গল্প, গান ও কবিতা পড়তে হবে। ডা. সাখাওয়াত হোসেন হিরু বলেন, শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। মানুষের সেবা করার ব্রত নিয়ে কাজ করতে হবে। প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, শিক্ষার্থীদের দেশকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। দূর্নীতি ও শোষণ মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। সে জন্য নিজেকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে প্রত্যয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা একক ও দলীয়ভাবে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা একক ও দলীয়ভাবে দেশের কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।