1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুজিবুল হক চৌধুরীর মাতা’র ইন্তেকাল সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : সাজ্জা বিএনপির স্মরণ সভায় বক্তারা পটিয়ায় জমি বিরোধে যুবককে মারধরের অভিযোগ পুলিশ সদস্য সম্পৃক্ততার দাবি, আদালতে মামলা বিচারাধীন রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য গোলামানে গাউছুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে দুইদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন ১৪ আসনে বিএনপি’র প্রার্থী জসীম উদ্দীন আহমেদ’র প্রধান সমন্বয়কারী এম.এ. হাশেম রাজু চন্দনাইশে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল সিএমপি’তে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির  এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ মিনিটেই ক্যাশবাক্স ভেঙে বোয়ালখালীতে দোকানির দেড় লাখ টাকা চুরি বেতাগী আনজুমানে রহমানিয়ার আর্ন্তজাতিক মানের শিক্ষক প্রশিক্ষণ ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

পটিয়াতে প্রত্যয়ের উদ্যোগে “মুক্তির মন্দির সোপান তলে” অনুষ্ঠান।

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আয়োজন করা হয় “মুক্তির মন্দির সোপান তলে” শিরোনামে বিশেষ অনুষ্ঠান। দেশের গান, কবিতা আর কথামালায় অন্য রকম এক মনোমুগ্ধকর সন্ধ্যা উপভোগ করেছে প্রত্যয়ের সঙ্গীত ও আবৃত্তি বিভাগের ৬০ জন শিক্ষার্থী। গত ২৮ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৫টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও প্রত্যয়ের শিক্ষার্থী এঞ্জেলিনা বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাবিলা এন্ড ছৈয়দ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম হারুনর রশীদ, সালেহ আহমেদ হাসান বানু ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডা. শাখাওয়াত হোসেন হিরু, প্রত্যয়ের নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাশ, এপেক্স ক্লাব অব পটিয়ার চ্যাটার্ড প্রেসিডেন্ট ছৈয়দ মিয়া হাসান, সংবাদকর্মী নাফিজ করিম চৌধুরী, তবলাবাদক নিতাই পদ নাথ, সংগীতশিল্পী শিবু মল্লিক, আবৃত্তি বিভাগের সমন্বয়ক নীহারিকা পাল।

এস এম হারুনর রশীদ বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের জাতীয় বীরদের জীবনী জানতে হবে। সেই সাথে দেশকে নিয়ে লেখা গল্প, গান ও কবিতা পড়তে হবে। ডা. সাখাওয়াত হোসেন হিরু বলেন, শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। মানুষের সেবা করার ব্রত নিয়ে কাজ করতে হবে। প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, শিক্ষার্থীদের দেশকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। দূর্নীতি ও শোষণ মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। সে জন্য নিজেকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে প্রত্যয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা একক ও দলীয়ভাবে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা একক ও দলীয়ভাবে দেশের কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট