পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি কর্তৃক আয়োজন করা হয় রং তুলিতে স্বপ্নের বাংলাদেশ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। গতকাল ৭ তারিখ শনিবার বিকাল ৪টায় একাডেমির মিলনায়তনে এই প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রত্যয়ের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ ফারুক রবি’র সভাপতিত্বে ও সদস্য নিহারীকা পাল এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংস্কৃতিক সংগঠক জনাব মুহাম্মদ রেজাউল কবির, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শ্যামল দে, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন। আরো বক্তব্য রাখেন, একাডেমির সিনিয়র সদস্য নিতাই পদ নাথ, চিত্রশিল্পী জয় শীল ও রবিউল ইসলাম আকাশ।
শিশু সংগঠক রেজাউল কবির বলেন, অসাম্প্রদায়িক ও ন্যায় বিচার ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখতে হবে। শিশু কিশোরদের প্রতিনিয়ত স্বপ্ন দেখতে হবে। দূর্ণীতিমুক্ত সমাজ ও রাস্ট্র গড়ে তুলতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে নতুন বাংলাদেশ।
একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, নতুন বাংলাদেশে মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। সবাই বৈষম্যহীম নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। সেই সাথে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে শিক্ষার্থীদের মেধা ও মননে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। প্রতিযোগীদের আঁকার মধ্যে ফুটে উঠে স্বপ্নের বাংলাদেশ ও তাদের প্রত্যাশা। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।