সুমন পল্লব
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সমর্থনে নৌকা প্রতীকের পক্ষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনির পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুমানমর্দ্দন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু মোঃ ফোরকান, মেখল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মুহিবুল হক মুহিব, পৌরসভা যুবলীগের আহবায়ক আইয়ুব খাঁন লিটন, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক মোঃ ইমরান, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এম এইচ হাশেম, সাধারণ সম্পাদক সরোয়ার সালাউদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মোঃ মিজানুর রহমান, হাটহাজারী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগরসহ দলীয় সর্বোস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাটহাজারী বাসস্ট্যন্ড চত্ত্বর থেকে মিছিলটি চট্টগ্রাম-নাজিরহাট সড়ক হয়ে কাচারী সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম-রাউজান সড়কস্থ জাগৃতি মোড়ে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।