1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেরদৌস বেগম চৌধুরী’র ইন্তেকাল দেশ সেবায় প্রয়াস নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে; প্রয়াসের ১৬তম বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আজাদী সম্পাদক চন্দনাইশে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন পটিয়ায় জিরি আল কুরআন একাডেমির ৫ম শ্রেনীর বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত সাতকানিয়ায় স্থানীয়  চিহ্নিত সন্ত্রাসীদের কর্তৃক আমিরাত প্রবাসীর বৃদ্ধ বাবাকে হত্যা চেষ্টা ৪ ফার্মেসিকে বোয়ালখালীতে ৮৩ হাজার টাকা জরিমানা বিকাশের দোকানের লাখ টাকা চুরির ঘটনায় বোয়ালখালীতে একজন গ্রেপ্তার আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী’র ইন্তেকাল বোয়ালখালী ডিজিটাল একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বোয়ালখালীতে পরিমাণের চেয়ে ওজনে কম লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী সুবর্ণচরে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র উদ্বোধন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৩২৬ বার পড়া হয়েছে

মোঃতাহসিনুল আলম সৌরভ

(নোয়াখালী) সুবর্ণচর প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরের পুর্ব চরবাটা ইউনিয়নের জোবায়ের মিয়ার বাজারে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বাধন করা হয়েছে।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিক এর সঞ্চালনায়, মোঃ শহিদুল্লাহ, (এলাকা ব্যবস্হাপক, ও হাতিয়া অঞ্চল) এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিম উদ্দিন, প্রকল্প পরিচালক বিএডিসি

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রশাসনের সহযোগিতায় এবং সমন্বিত কৃষি ইউনিট, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় এ কর্মসূচি চালু করা হয়।

প্রধান অতিথি বলেন,বর্তমানে উচ্চ মাত্রায় ক্ষতিকর রাসায়নিক বালাইনাশক ও সার ব্যবহার করে উৎপাদিত শাক-সবজি খেয়ে মানবদেহে চর্মরোগসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। যার ফলে লিভার, কিডনি, রক্ত ও চর্বিতে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। শাক-সবজিতে বালাইনাশক ব্যবহার নিষিদ্ধ নয়, একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করলে এর বিষাক্ততার প্রভাব কমে যায়। তখন ওই সবজি খাওয়া অনেকটা নিরাপদ হয়। শাক সবজি চাষে জৈব সার, সবুজ সার, খামারজাত সার বেশি ব্যবহার এবং বিষমুক্ত ও নিরাপদ সবজি এ বিক্রি কেন্দ্র থেকে পণ্য ক্রয় করার আহবান করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি মোঃ শহিদুল্লাহ বলেন সাগরিকার সমন্বিত কৃষি ইউনিট সবসময় কৃষক এর সাথে আছেন এবং থাকবেন৷ আমাদের প্রধান কর্মসূচি ঋণ কর্মসূচির মাধ্যমে কৃষকদের স্বল্প সুূদে ঋণ প্রদানের পাশাপাশি কারিগরি জ্ঞান এ দক্ষ করার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়৷

আমরা নিরাপদ ফসল উৎপাদনের জন্য বীজ, সার, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, নীল ফাঁদ, বিভিন্ন জৈব বালাইনাশক, কেঁচো সার, ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন ও ব্যবহার এর উপর গুরুত্বারোপ করে থাকি৷ পরে সভাপতি সবাইকে সাগরিকার কৃষি ইউনিটের সাথে থাকার জন্য অনুরোধ করেন এবং ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট