1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাকিয়ার প্রেসিডেন্ট’স স্কাউটস অ্যাওয়ার্ড অর্জন বেঙ্গুরা কে.বি.কে.আর বালিকা স্কুলের সভাপতি ইসহাক চৌধুরী  সোনাইমুড়ীতে ধর্ষণের ঘটনায় গ্রেফতার যুবক সোনাইমুড়ীর ধর্ষণের ঘটণাকে ওসি বল্লেন দূর্ঘটনা জৈষ্টপুরা রমনি মোহন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ভূমি জরিপ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটি গঠিত বোয়ালখালীতে দুই যুবকের কৃষি সাফল্য গড়ে তুলেছেন এক বিশাল সবুজ সাম্রাজ্য বোয়ালখালীতে আহলা দরবারে মওলা আলী (রাঃ) এর ওরসে পাক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী’র ওরশ আজ জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নোয়াখালীতে ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ১১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধিঃ

মোঃ তাহসিনুল আলম সৌরভ নোয়াখালীতে ১৩ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ১১ লাখ টাকা জরিমানা
নোয়াখালীতে অবৈধ ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ সময় ইটভাটা গুলোর মালিককে ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনভর বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে অভিযান পরিচালনা করে মোট ১৩টি ইটভাটা বন্ধ করা হয়। এ সময় সর্বমোট ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে হাতিয়া উপজেলায় তিনটি ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও সুবর্ণচর উপজেলায় তিনটি ইটভাটা বন্ধ করে ৫ লাখ টাকা, কবিরহাট উপজেলায় দুটি ইটভাটা বন্ধ করে ১ লাখ টাকা, কোম্পানীগঞ্জ উপজেলায় দুটি ইটভাটা বন্ধ করে ২ লাখ টাকা, বেগমগঞ্জ উপজেলায় একটি ইটভাটা বন্ধ করে ৫০ হাজার টাকা এবং সেনবাগ উপজেলায় দুটি ইটভাটা বন্ধ করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনার সময় নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন দেশ বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ স্থানে ইটভাটাগুলো পরিচালিত হচ্ছিল। যে কারণে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভিযানগুলোতে নেতৃত্ব দেন। এছাড়াও বন্ধ ঘোষণার পাশাপাশি ১৩টি ইটভাটাকে ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট