1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন সারাশব্দ ছাড়া এসে পড়ে ওয়াগন ট্রেন, অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন: আবু নাছের জিলানীর মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। , হ-ত্যাচেষ্টার অভিযোগে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মা-মলা জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছে সরকার। সোনাইমুড়ীতে ঝটিকা মিছিল করেছে আ.লীগ কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নাশকতার প্রস্তুতির অভিযোগে বোয়ালখালীতে তিনজন আটক

নোয়াখালীতে শুরু হয়েছে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নোয়াখালী:

জেলা প্রাশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি কনফারেন্স হলে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের ২দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

কোর্স কোর্ডিনেটর হিসেবে ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক জালাল উদ্দীন। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পের প্রজেক্ট এনালিস্ট মেবেল সিলভীয়া রড্রিকস্, জেলা ব্যবস্থাপক মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন, বেগমগঞ্জ উপজেলা সমন্বয়কারী মো. নূরে আলম সিদ্দিক ও চাটখিল উপজেলা সমন্বয়কারী রবিউল হাসান।

এ সময় জেলা প্রশাসক বলেন, উচ্চ আদালতে মামলার জট কমানো এবং গ্রামীণ জনগোষ্ঠী ন্যায় বিচারের জন্য এই গ্রাম আদালত। ছোটোখাটো যেই বিরোধগুলো ঘটে, তার জন্য এই গ্রাম আদালত। প্রান্তিক জনগোষ্ঠী যদি কোনো ধরনের দুর্ভোগে পড়ে, তাহলে তা দু:খ জনক। গ্রাম আদালত যদি কার্যকর হয়, তাহলে গ্রামে সু-শাসন নিশ্চিত হবে। এই গ্রাম আদালতে খুব কম সময়ে, কম খরচে ন্যায় বিচার পাওয়া যায়।

গ্রাম আদালত বিষয়ক উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. ইব্রাহীম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইসহাক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক  মো. সাফায়েত, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার।

উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্য হিসেবে জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ প্রশিক্ষণ গ্রহণ করেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্প। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ছাড়া দেশের ৬১ জেলার ৪৬৮ উপজেলার ৪৪৫৩টি ইউনিয়নে এ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।

ইউরোপীয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নের মাঠ পর্যায়ে কাজ করছে সামাজিক উন্নয়ন সংস্থা ইপসা, ইএসডিও এবং ওয়েভ ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট