1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মগ ভর্তি পানি পান করলো বিষধর খৈয়া গোখরো, বোয়ালখালীতে বিরল দৃশ্য পটিয়ায় লিটল জুয়েলস্ চাইল্ড্্কেয়ারবার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ পটিয়ায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণকালে ইদ্রিস মিয়া- গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়ঐক্য গঠনে ্সবাইকে ঐকবদ্ধ হওয়ার আহবান রাষ্ট্রের মালিক জনগণের ইচ্ছাই বাংলাদেশ পরিচালিত হবে – এনামুল হক এনাম নাগরিক সচেতনতা ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন রাংগুনিয়ায় অবৈধ বালি উত্তোলন বন্ধে ৪ দফা বাস্তবায়নে সর্বদলীয় বৈঠক। মনোরেল চালু হলে নগরবাসী যানজটমুক্ত গণপরিবহন সুবিধা পাবে, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন  মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় ডা: শাহাদাত হোসেন চন্দনাইশে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা

নোয়াখালীতে রেলপথ অবরোধ করেছে সাধারণ জনগণ

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নোয়াখালী:

ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। রোববার (৪ মে) সকাল ৬ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত মাইজদী কোর্ট স্টেশনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় আন্দোলনকারীরা সোনাপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেনটির সামনে লাল পতাকা হাতে নিয়ে অবস্থান নিয়ে ট্রেনটি অবরোধ করে রাখে। পরে প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর আগামী ১০ দিনের মধ্যে দাবিকৃত নতুন ট্রেন দেয়ার আলিটমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় তারা।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার অন্যতম আহ্বায়ক মো. আরিফুল ইসলামসহ অনেকে। এ সময় বক্তরা বলেন, ২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেন বরাদ্দ দেয়া হলেও এখনও তা চালু হয়নি। একটি পুরোনো ট্রেন থাকলেও তাতে নানা সমস্যা।

বক্তরা আরও জানায়, নোয়াখালী থেকে বাস যোগে ঢাকা যেতে সময় লাগে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। অথচ যে ট্রেনটি রয়েছে তা সোনাপুর থেকে ৬ টায় ছাড়লে ঢাকায় গিয়ে পৌঁছে দুপুর ১ টায়। যা দুর্ভোগের চরম পর্যায়ে পৌঁছে গেছে। দীর্ঘদিন থেকে নোয়াখালীবাসীর প্রাণের দাবি ছিল নতুন একটি ট্রেন বরাদ্দের। যা বরাদ্দও হয়, কিন্তু অজানা কারণে তা বাস্তবায়ন হয়নি। যার কারণে বাধ্য হয়ে তারা রেলপথ অবরোধ করতে হয়েছে।

এ বিষয়ে মাইজদী কোর্ট স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান জানান, বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। তারা কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষায় রয়েছে সবাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট