1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ৬০০ গ্রাম গাঁজাসহ বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার সোনাইমুড়ীতে অস্ত্রসহ ১৬ মামলার আসামী আটক শীতবস্ত্র বিতরণকালে সিডিএ’র বোর্ড মেম্বার প্রকৌশলী মনজারে খোরশেদ আলম শীতার্ত মানুষের আস্থার ঠিকানা প্রয়াস বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে চবি ভর্তি পরীক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব

নোয়াখালীতে রেলপথ অবরোধ করেছে সাধারণ জনগণ

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নোয়াখালী:

ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। রোববার (৪ মে) সকাল ৬ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত মাইজদী কোর্ট স্টেশনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় আন্দোলনকারীরা সোনাপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকুল এক্সপ্রেস ট্রেনটির সামনে লাল পতাকা হাতে নিয়ে অবস্থান নিয়ে ট্রেনটি অবরোধ করে রাখে। পরে প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর আগামী ১০ দিনের মধ্যে দাবিকৃত নতুন ট্রেন দেয়ার আলিটমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় তারা।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার অন্যতম আহ্বায়ক মো. আরিফুল ইসলামসহ অনেকে। এ সময় বক্তরা বলেন, ২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেন বরাদ্দ দেয়া হলেও এখনও তা চালু হয়নি। একটি পুরোনো ট্রেন থাকলেও তাতে নানা সমস্যা।

বক্তরা আরও জানায়, নোয়াখালী থেকে বাস যোগে ঢাকা যেতে সময় লাগে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। অথচ যে ট্রেনটি রয়েছে তা সোনাপুর থেকে ৬ টায় ছাড়লে ঢাকায় গিয়ে পৌঁছে দুপুর ১ টায়। যা দুর্ভোগের চরম পর্যায়ে পৌঁছে গেছে। দীর্ঘদিন থেকে নোয়াখালীবাসীর প্রাণের দাবি ছিল নতুন একটি ট্রেন বরাদ্দের। যা বরাদ্দও হয়, কিন্তু অজানা কারণে তা বাস্তবায়ন হয়নি। যার কারণে বাধ্য হয়ে তারা রেলপথ অবরোধ করতে হয়েছে।

এ বিষয়ে মাইজদী কোর্ট স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান জানান, বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। তারা কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষায় রয়েছে সবাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট