বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ৮ আসনে নোমান আল মাহমুদ পুনরায় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছে বোয়ালখালী আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার সন্ধ্যায় মনোনয়নের খবর পাওয়ায় পর নেতাকর্মীরা মিছিল বের করেন। জড়ো হন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সেখানে উচ্ছ্বাসে মেতে উঠেন তারা।
নৌকার প্রার্থী জয়ের ব্যাপারেও শতভাগ আশা প্রকাশ করেন। পাশাপাশি নোমান আল মাহমুদকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা জানান নৌকার সমর্থকরা।
বোয়ালখালীবাসীর ভালোবাসার কথা তুলে ধরে নোমান আল মাহমুদ মুঠোফোনে বলেন,
এর আগে বিকালে মনোনয়ন নিশ্চিত করে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ৩১ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ (নৌকা) প্রতীক পেয়েছেন।