1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে গ্রাম আদালতের ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বেগমগঞ্জ নির্বাচন অফিস মুখি সেবা গ্রহিতারা বোয়ালখালীতে মুজিব সৈনিক  সৈয়দ সরোয়ার গ্রেপ্তার সুরঙ্গের ভেতর থেকে বোয়ালখালীতে যুবলীগ নেতাকে আটক চন্দনাইশে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়নের উপর তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল র‍্যালী চন্দনাইশে এলডিপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন খাঁনহাট বাজারের পান ব্যবসায়ী মো. মোরশেদুল আলম চৌধুরী’র ইন্তেকাল মানুষের পাশে থাকার রাজনীতি—বোয়ালখালীতে রাস্তা মেরামতে শ্রমিকদল নেতা বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন

নির্বাচনে ভোট কেন্দ্রে সিসি ক্যামরা বসানোর দাবি – সামাদ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৪৮৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে মোমবাতি প্রতীকের প্রার্থী স.উ.ম আবদুস সামাদ উপজেলা বিআরডিবি হল রুমে ৭ এপ্রিল, শুক্রবার বিকেল ৩টায় বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করেন।

মতবিনিময় সভায়  বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম. সোলায়মান ফরিদ বলেছেন, ‘আমরা ফেয়ার একটি নির্বাচন চাই। এসিড টেস্ট হিসেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এ উপ-নির্বাচনে অংশ নিয়েছে। কাকে ভোট দেবে তা ভোটারদের বিষয়। আমাদের দাবি, অবাধে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। আমাদের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হোক, সমস্যা নেই।

এসময় তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সরকার পরিচালনা করে না। নির্বাচন কমিশনকে বলব মেরুদন্ড- সোজা করে কাজ করেন। পাশ্ববর্তী দেশগুলোর নির্বাচন কমিশনের নিজস্ব কোনো আইন নেই। আমাদের দেশে আছে। যা দিয়ে ফেয়ার নির্বাচন করা সম্ভব।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত দলের মহাসচিব আবদুস সামাদ বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমাদের নির্বাচিত করে দেখুন। নির্বাচনের আগে ও পরের বিষয়টি মিল থাকে কি না। এ উপ-নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের বিগত দুই বছরের টাইম লাইন চেক করে সুযোগ নেই।
সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে ১৬ শতাংশ ভোট কাস্টিংয়ের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘জনগণ যখন বুঝতে পারবেন তাদের অধিকার বাস্তবায়ন হচ্ছে তখনি তাঁরা ভোটমুখী হবেন। যতদিন ভোট কেন্দ্রের বুথে ভোটারকে ভোট দিতে না দিয়ে অন্যজন ঢুকে পড়বেন ততদিন ভোটারা ভোটমুখী হবেন না। এজন্য নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই।  এ নির্বাচনে ভোট কেন্দ্রে সিসি ক্যামরা বসানোর দাবি জানাচ্ছি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক আবুল মুনছুর দৌলতী, উপজেলা সভাপতি স.ম এনামুল হক, সাধারণ সম্পাদক  আকতার হোসাইন তালুকদার, সহ সভাপতি কাজী ওবাইদুল হক হক্কানি, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এম, জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ ফখরুদ্দিন, কেন্দ্রীয় ছাত্রসেনা সভাপতি সাইফুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাবের, সহ-সভাপতি এইচ এম এনামুল হক, সহ সাধারণ সম্পাদক নুরের রহমান রনি, প্রচার সম্পাদক কাজী আরফাত, ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, মো. এনামুল হক,  পৌরসভা সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, যুবসেনা উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মামুন মেম্বার, পৌর যুবসেনার আবদুর রশিদ ও মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট