1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল চর্চায় নাগরিক স্বাধীন চেতনার উন্মেষ: নজরুল চর্চায় নাগরিক স্বাধীন চেতনার উন্মেষ চন্দনাইশে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ’র জশনে জুলুছ সম্পন্ন চন্দনাইশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উঠান বৈঠক প্রবাসী জিয়া উদ্দিন এর স্ত্রী স্বামী কে ভিড়িও কলে রেখে আত্মহত্যা পটিয়ায় পূজা উদযাপন পরিষদের সম্মেলনে ইদ্রিস মিয়া: বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে  সীরাত ও মিলাদ আমাদের করণীয় -মুহাম্মদ আকতার উদ্দীন ইউএই বাংলাদেশ প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি পুনর্গঠন  পত্রিকা বিক্রয় প্রতিনিধিকে সাইকেল উপহার দিলো প্রয়াস বোয়ালখালীতে বৈরি আবহাওয়া ও প্রবল বর্ষণ উপেক্ষা করে  জশনে জুলুস অনুষ্ঠিত

নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

জাহিদ খান, জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২ মার্চ ২০২৫ ইং তারিখে উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যেখানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় ভোটারগণ অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় এবং জনগণকে ভোটার হওয়ার গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।

র‍্যালি শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা আমীরে জামায়াতে ইসলাম মাওলানা মো. আ. মান্নান এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যা সচেতন ও দায়িত্বশীল ভোটার ছাড়া সম্ভব নয়। প্রত্যেক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন,”ভোটার সচেতনতা বাড়াতে এবং সঠিক ভোটার তালিকা তৈরিতে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের গণতন্ত্র সুসংহত করতে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা জরুরি।”

উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল মিয়া বলেন,”নতুন ভোটারদের তালিকাভুক্তির পাশাপাশি সবাইকে সঠিক তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিষয়ে সচেতন হতে হবে।”

বক্তারা আরও বলেন, বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে ভোটার তালিকা সংরক্ষণ ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনার উন্নয়ন হওয়ায় তথ্য সংরক্ষণ সহজ হয়েছে। এ বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানোর ওপর তারা গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা নাগরিকদের যথাযথভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা, ভোটাধিকার প্রয়োগ করা এবং গণতন্ত্রকে সুসংহত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সবাই ভোটার সচেতনতা বাড়াতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট