জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শরিয়াহভিত্তিক মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান ছওয়াব-এর একটি নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) নাগেশ্বরী শহরের শাখা কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাখার উদ্বোধন করেন ছওয়াব-এর জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ছওয়াব ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মোঃ আবুল হাসান এবং প্রোগ্রাম বিভাগের সহকারী ম্যানেজার আবু সাঈদ মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামছুদ্দিন ও সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুল হক খন্দকার (বেলাল মাস্টার), নাগেশ্বরী ডিএম একাডেমীর প্রধান শিক্ষক আনিছুর রহমান ও সিনিয়র শিক্ষক মোঃ আফজাল হোসেন, নিকাহ রেজিস্ট্রার মোসলেম উদ্দিন এবং ফুলবাড়ী উপজেলা ছওয়াব-এর অফিসার মোঃ এরশাদুল হক খন্দকার।
শ্রেণি-পেশা নির্বিশেষে উপজেলার বিভিন্ন মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে ছওয়াব-এর জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার বলেন, ছওয়াব সম্পূর্ণ হালাল ও শরীয়াহভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি কখনো অর্থ লেনদেন করে না; বরং পণ্য কেনাবেচার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ ছাড়া, ছওয়াব ফাউন্ডেশন সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মাদ্রাসায় অজুখানা নির্মাণ, টিউবওয়েল স্থাপন ও মসজিদ নির্মাণের কাজ করে আসছে। ভবিষ্যতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদ্রাসা, হাসপাতাল ও মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।