চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের নতুন জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমানকে ফুল দিয়ে বরণ ও সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকার অনুমোদিত সংগঠন চট্টগ্রাম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সংস্থা’র নেতৃবৃন্দ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেল ২ টায় চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সংস্থা’র সভাপতি কাজী আমিন উদ্দিন, কাজী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, কাজী মাওলানা ছালেকুর রহমান, কাজী ওবায়দুল হক হক্কানি, কাজী তমিজ উদ্দিন, কাজী শরফুদ্দিন মো. সেলিম, সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, কাজী সিরাজ উদ্দিন ইমামি, কাজী ফজলুল কাদের চৌ., কাজী এরশাদ খন্দকার, কাজী আব্দল্লাহ, কাজী লোকমান হাকিম, কাজী বখতিয়ার উদ্দিন, কাজী নিজাম উদ্দিন, কাজী সাদ উদ্দিন, কাজী মো. আসহাব, কাজী জসিম উদ্দিন, কাজী মিজানুল কাদের, কাজী আইয়ুব প্রমূখ সহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও চট্টগ্রাম সিটি করপোরেশন’র নিকাহ রেজিস্ট্রারগন উপস্থিত ছিলেন।
এসময় জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান নিকাহ্ রেজিস্ট্রার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা ও পরামর্শ দেন। তিনি নিকাহ্ রেজিস্ট্রারদের জীবন মান উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ সহ কাজ করার আশ্বাস দেন।