বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বোয়ালখালী প্রেসক্লাবের সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোমবার(১৫ জুলাই) দুপুরে সৌজন্য সাক্ষাৎ হয়।
এতে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি সাংবাদিক এম এ মন্নান, মো.শাহীনুর কিবরিয়া
মাসুদ, প্রেসক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের,সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবর,রাজু দে, আবুল ফজল বাবুল, আল সিরাজ ভান্ডারী, পুজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু, কাজী শাহী এমরান কাদেরী,স ম রবিউল হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, আবু নাঈম ও শাহদাত হোসাইন জুনাঈদী প্রমুখ।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন বোয়ালখালী প্রেসক্লাবের সাংবাদিকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন বোয়ালখালী উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আপনাদের সহযোগিতায় উন্নয়নের কাজে এগিয়ে যেতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।