ওমর ফারুক, বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
চরখিজিরপুর, টেক্সঘরে গত ২২.১২.২০২৩ ইংরেজী, রোজ শুক্রবার রাত ৮ টার সময় নন স্টপ নটিপেকেশন কতৃর্ক ব্যাটমিন্টন টুনার্মেন্ট ২০২৩ইং অনুষ্ঠিত হয়। একদিনের এই টুনার্মেন্ট নক আউট সিস্টেমে পরিচালিত হয়। এই টুনার্মেন্টে বিভিন্ন ইউনিট বিভক্ত হয়ে মোট ৮ টি টিম নির্ধারণ করা হয়। প্রতিযোগিতামূলক অংশ গ্রহণের মাধ্যমে দুটি দল ফাইনালে যায়। জয়ী হয় ফাহিম-জিসান আর রানারআপ হয় সৈকত-ফাহিম।
খেলার শেষে বিজয়ী দল ও সকল অংশগ্রহনকারী দলের মধ্য প্রধান অতিথী নুরুল হুদা ও প্রধান বক্তা নাছির উদ্দিন পুরস্কার তুলে দেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন সৈকত,জাহেদ সুজন,পারভেজ, মনির,সজীব,রাসেল,লিটন,মোরশেদ, রিমন,জয়,ফাহিম,জিসান,ওসমান,শহীদ,ফাহিম,রানা,আকবর,আলভী,বাবু,আম্মার,বিজয়,শান্ত,অপু সহ প্রমুখ।