1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী’র ওরশ আজ জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ’সহ ৫ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল পবিত্র রমজান উপলক্ষে পটিয়ায় জিরি ইউনিয়নের কৃতিসন্তান ফরিদুল আলমের উদ্যোগে খাদ্যপণ্য বিতরণ কবিতাঃ ঈদ বসন্ত -মোঃ হোসাইন জাকের চন্দনাইশে পৌরসভা ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে ধোপাছড়িতে ওয়ার্ড বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত চন্দনাইশে জোয়ারা ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামে আরও ৬৩ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

ধর্মশ্রী মহাথেরোর স্মৃতি মন্দির দ্বারোদঘাটন ও প্রতিমূর্তি উন্মুক্তকরণ অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী পৌরসভার হাজারীর চর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিদর্শন সাধক মৈত্রী প্রদীপ প্রয়াত ধর্মশ্রী মহাথেরোর স্মৃতি মন্দির দ্বারোদঘাটন ও প্রতিমূর্তি উন্মুক্তকরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এই উপলক্ষে গত শুক্রবার ও শনিবার দুইদিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো অষ্ট পরিষ্কারসহ মহতী সংঘদান, মঙ্গলাচরণ, পিণ্ডদান, সদ্ধর্ম সভা ও সংবর্ধনা অনুষ্ঠান।

গত শনিবার অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক অনাথপিতা জীবনানন্দ মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উর্ধ্বতন সহ-সভাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথের। এইদিন বিকেলে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র সভাপতিত্বে সদ্ধর্মালোচনা সভায় সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯ তম সংঘনায়ক অগ্গমহাপন্ডিত অধ্যাপক বনশ্রী মহাথেরো।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিক্ষু মহাসভার সভাপতি শিক্ষাবিদ সুনন্দ মহাথেরো, সহ-সভাপতি কর্মবীর শীলভদ্র মহাথেরো, ভারপ্রাপ্ত মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো, নেত্রসেন বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুদ্ধগয়া ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট কাউন্সিলের প্রেসিডেন্ট মোস্ট ভেনারেবল নাগাওয়াং তেনজিন গায়াটসো। সম্পাদকীয় পাঠ করেন ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া রিপন।

এর আগের দিন শুক্রবার দিনব্যাপী শাকপুরা তপোবন বিহারের অধ্যক্ষ অগ্গমহা সদ্বর্ম জ্যেতিকাধ্বজ বসুমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বধর্মালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম -৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম। এতে সংবর্ধিত অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত বিনয়াচার্য ড. জ্ঞানশ্রী মহাস্থবির। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির, ব্যবসায়ী লায়ন সোহেল বড়ুয়া। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় শতাধিক ব্যক্তিকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরণশ্রী ভিক্ষু, পল্টু কান্তি বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, সত্যেন্দ্র বড়ুয়া ও আশীষ বড়ুয়া। সঞ্চালনার দায়িত্বে ছিলেন যথাক্রমে টিপলু বড়ুয়া,  শিক্ষক অরুপ বড়ুয়া, দিপায়ন বড়ুয়া, রূপক বড়ুয়া, সপু বড়ুয়া ও অনিরুদ্ধ বড়ুয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট