জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলাধীন দোহাজারী পৌরসভার নবগঠিত প্রথম ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক আ'লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম।
১৯ হাজার ১০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।
তার নিকটতম হয়েছেন বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ আল নোমান বেগ। নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ২২৫৯ ভোট। এছাড়া ইসলামী ফ্রন্টের প্রার্থী জায়নুল আলম পেয়েছেন ১৯৭৮ ভোট।
গত সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
যারা কাউন্সিলর হলেন ১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবদুল আজিজ (পাঞ্জাবী), ২ নম্বর ওয়ার্ডে শাহ আলম (ব্ল্যাক বোর্ড), ৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডে পহর উদ্দীন (পাঞ্জাবী), ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইদ্রিছ (টেবিল ল্যাম্প), ৬ নম্বর ওয়ার্ডে মো. মহিউদ্দীন (ডালিম), ৭ নম্বর ওয়ার্ডে মো. আলমগীর (গাজর), ৮ নম্বর ওয়ার্ডে চিত্তরঞ্জন বিশ্বাস (উটপাখি), ৯ নম্বর ওয়ার্ডে মো. নাজিম উদ্দীন মাষ্টার (টেবিল ল্যাম্প)।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর
১,২,৩ নম্বর ওয়ার্ডে মোছাম্মৎ আয়েশা আকতার (আনারস), ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে মমতাজ বেগম (চশমা), ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে রাজিয়া সুলতানা রাজু (চশমা)।
বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা গেছে চোখে পড়ার মত নারী পুরুষ লাইন ধরে ভোট দিচ্ছেন। তারা জানান আমরা হাসিখুশি মনে ভোট দিচ্ছি, কোন অসুবিধা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল ভোটাররা জানান।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত