প্রেস বিজ্ঞপ্তিঃ
সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে ১৬ তম বর্ষপূর্তি এবং প্রয়াস অ্যওয়ার্ড ২০২৪ প্রদান অনুষ্ঠান গত শনিবার নগরের বালি আর্কেড কপার চিমনি রেষ্টুরেন্ট-এ অনুষ্ঠিত হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় এবং বর্তমান সভাপতি মোঃ কিবরিয়া হোসাইন বাপপীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম.এ. মালেক। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র বোর্ড মেম্বার প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। ডিজিটাল ব্যানার কেটে ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন মাল্টি প্রজেক্ট ডেভেলপমেন্ট প্রাঃ লিঃ এর চেয়ারম্যান প্রকৌশলী মোমিনুল হক। অতিথি ছিলেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির সহ-সভাপতি লায়ন এ.এম. কামাল উদ্দিন চৌধুরী, রোটারী ইন্টারন্যাশনাল জেলা এরিয়া ডিরেক্টর রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, সি.ই.পি.জেড এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লায়ন ডাঃ এম জাকিরুল ইসলাম এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন ১৬ বর্ষপূর্তি ২০২৪ এর আয়োজন কমিটির চেয়ারম্যান হুমায়ূন কবির, ধন্যবাদ বক্তব্য রাখেন অনুষ্ঠান কমিটির কো-চেয়ারম্যান ডাঃ এম ওয়াই এফ পারভেজ। প্রয়াস অ্যাওয়ার্ড- ২০২৪ এর নির্বাচিত সংবধিত অতিথিরা ছিলেন সমাজ সেবক ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি আলহাজ্ব রফিক আহামদ, বাংলাদেশ পর্যটন এবং রেষ্টুরেন্ট জগতে বিশেষ অবদান রাখা সফল ব্যক্তি মোঃ আক্কাস উদ্দীন, দেশসেরা অনুপ্রেরনাকারী সফল উদ্যোক্তা রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা), বাংলাদেশের জনপ্রিয় রন্ধন শিল্পী ও সেরা রাধুনী সাবিনা ইকরাম সিরাজী এবং সফল নারী সুবর্ণা দে। মরনোত্তর সম্মাননা প্রদান করা হয় সমাজ হিতৌষী মরহুম আলহাজ্ব ছুফি আহাম্মদ ভূঞাকে। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত একটি এতিম ও হেফজখানায় ৭২ জন ছাত্রের এক বেলা খাবার পরিবেশন করা হয়। শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন বর্ষপূর্তির সদস্য সচিব ও প্রয়াস পরিচালক সারিস্ত্ বিন্তে নুর। সচিব প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক খাঁন আসিফ। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রয়াস পরিবার। উপস্থাপনায় ছিলেন প্রয়াসের কেবিনেট সদস্য ওয়াজিহা রুহানা চৌধুরী আফরা। “নগরের কল্যান এবং ভাল কাজের মধ্য দিয়ে মৃত্যুর পরেও মানুষ বেঁচে থাকে” মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং স্বাধীন বাংলার প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক এম.এ. মালেক। দেশ বিনির্মানে প্রয়াস নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রয়াস প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন সংশ্লিষ্ট সকলকে আন্তরিক, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।