কবিতাঃ
দেবে তো?
শাহীন ফেরদৌসী রুহী সুলতানা
দেখেছো কি সমুদ্রের বিশালতা?
আকাশের স্বপ্নিল কল্পনার মতো
মিঠে বাস্তবতা?
বিস্তৃত মাঠে ধানের দোদুল হাওয়া?
ওই যে দূরে পর্বতের চূড়া!
আধফোটা গোলাপের সুমিষ্ট ঘ্রাণ।
যদি ভালোবাসি?
দেবে তো আমাকে
সমুদ্রের জলরাশির খেলা দেখতে?
কিংবা,সবুজ মাঠে হাওয়ার দোলায় ভাসতে?
প্রস্ফুটিত গোলাপের কাঁটা ফেলে এগিয়ে দেবে কি?
যদি পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে পিছলে পড়ি
হাত বাড়িয়ে টেনে তুলবে কি?
আকাশের মিটিমিটি তারকারাজির সাথে কথা বলতে দেবে তো?
আমি ভালোবাসার সরোবরে পদ্ম ফোটাবো।
দুটি ঠোঁটের স্পর্শে রঞ্জিত করবো তোমার অধর।
দেবে কি?
ভালোবাসার নহবতে নিটোল জলে তরঙ্গের সুর তুলতে?
বাইরে থেকে শেকল দেয়া বন্ধ দরজাগুলো খুলে দেবে তো এক এক করে?
যদি ভালোবাসি?