অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
শারদীয়া দূর্গোৎসব-২০২৩ উপলক্ষে চটগ্রামের পটিয়ায় জাতীয় সংসদের হুইপ ও পটিয়া সংসদীয় আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি প্রতি বছরের ন্যায় এবারো তার পটিয়া ফাউন্ডেশনের অর্থায়নে পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নে আনুষ্টানিকতায় এক ধারাবাহিক কর্মসূচীর মাধ্যমে সনাতন ধর্মালম্ভী গরীব,দুঃস্হ মানুষের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় ও দূর্গোৎসবের উপহার বস্ত্র বিতরন শুরু করেছেন।
এরই ধারাহিকতায় আজ বৃহস্পতিবার(১৯শে অক্টোবর)
সকাল ১১টার দিকে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন এলাকার বানীগ্রাম চাপড়া বাসন্তী ও লোকনাথ মন্দির প্রাঙ্গনে ইউনিয়নের প্রায় ৫ শতাধীক গরীব,দুঃস্হ মানুষের মাঝে দূর্গোৎসবের উপহার বস্ত্র বিতরন উপলক্ষে এক আরোচনা সভা অনুষ্টিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
এতে অনুষ্টিত সভা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে বাবুল দাশ,মাষ্টার রূপক শীল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব ওসমান গনি, মুক্তিযোদ্ধা দিপুল দাশ নিমাই, অধ্যাপক বিপ্লব বসু, লাখেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সন্জীব চৌধুরী, দিপুল চৌধুরী, ডাংকু চৌধুরী, দেবাশীষ সরকার দেবু,উত্তম তালুকদার, নারায়ণ সরকার, মিন্টু সরকার, বাবলা চৌধুরী,জয় শীল।
আরো উপস্হিত ছিলেন কোলাগাঁও ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবু চন্দন চৌধুরী সহ ইউপি’র অন্যান্য ওয়ার্ড মেম্বার বৃন্দ এবং সচিব বাবুল দে প্রমুখ।