দুবাই প্রতিনিধিঃ
বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর মধ্যে শীর্ষস্থান অর্জনকারীদের পুরস্কৃত করছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও আরব আমিরাত। এরই অংশ হিসেবে গত শনিবার রাতে দুবাইয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ৫১ জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার প্রকৌশলী মো. আতিকুর রহমানসহ তিনজন রয়েছেন। আতিকুর রহমানকে ব্যাবসায়িক ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
এ ছাড়া সাধারণ ক্যাটাগরিতে গাড়িচালক মো. সাহেদ ও পেশাজীবী ক্যাটাগরিতে ডিজাইনার মো. জাহিদুল ইসলাম রয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম সাজি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, বৈধভাবে রেমিট্যান্স পাঠানোয় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়।
সূত্র জানায়, বৈধভাবে বেশি রেমিট্যান্স পাঠানো ব্যবসায়ী ক্যাটাগরিতে (পুরুষ) পুরস্কৃত হয়েছেন চট্টগ্রামের এনাম উদ্দিন, মোজাম্মেল হোসেন বাপ্পি, মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মো. মনজুরুল হক চৌধুরী, মোহাম্মদ আরিফ উদ্দিন, সেলিম রেজা, মো. মহসিন, মোহাম্মদ এমরান খান, মোস্তফা কামাল, নারায়ণগঞ্জের মোহাম্মদ হোসাইন, কুমিল্লার মো. বিল্লাল হোসেন প্রমুখ।