এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দুই টাকায় স্কুল এর শিক্ষা কার্যক্রম পরিদর্শন করতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও দুই টাকায় স্কুল এর প্রতিষ্ঠাতা শিশুবন্ধু মুহাম্মদ আলীর আমন্ত্রণে আসেন জার্মানির নাগরিক মি. টিমো।
১৭ আগস্ট রোজ বৃহস্পতিবার দুপুরে স্কুলে এসে হাজির হলে ফুল দিয়ে বরণ করে নেন স্কুলের ছাত্রছাত্রী ও সংগঠনের নেতৃবৃন্দ।
এই সময় উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফয়জুল আলম প্রিন্স, সদস্য ফারহানা আক্তার রেশমি ও ফারজানা আক্তার মুন্নী প্রমূখ।
এই সময় স্কুল এর সার্বিক বিষয়ে আলোচনা সহ সর্বাত্বক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত