যাত্রাপালার গল্পের তুমুল দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক- বকুলপুর ‘ এর চার বছর পূর্ণ হয়েছে গতকাল। ২০১৯ সালের ১০ জুন থেকে- বকুলপুর’ এর প্রচার শুরু হয়েছিল দীপ্ত টিভিতে। কায়সার আহমেদের পরিচালনায় আহমেদ শাহাবুদ্দিনের রচনায় এখনো সপ্তাহে তিনদিন প্রতি শনি থেকে বৃহষ্পতিবার প্রচার হয় রাত ৮ টায় দীপ্ত টিভির পর্দায়। স্বপ্নীল প্রোডাকশনের প্রযোজনায় -বকুলপুর” নাটকের অভিনয়শিল্পীরা হলেন- নাদিয়া আহমেদ, আজিজুল হাকিম, সুজাতা আজিম, শ্যামল মওলা, ফারজানা ছবি, আ.খ.ম হাসান, আরফান আহমেদ, স্বর্ণলতা, আহসানুল হক মিনু, ওয়ালিউল হক রুমি, আনিসুর রহমান মিলন, ওবিদ রেহান, টুটুল চৌধুরী, শামীমা তুষ্টি, সন্জয় রাজ, তানভীর মাসুদ, সহ অনেকে। বকুলপুর ” ধারাবাহিক নাটকের জনপ্রিয় টাইটেল গান -আমি বকুলপুরের রানী, ঝলক দিতে জানি ” গানটি লিখেছেন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। ইমন সাহার সুর সংগীতে গানটি গেয়েছেন কোনাল। বকুলপুর নাটকের পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে পরিচালক কায়সার আহমেদ বলেন- বকুলপুর” এর শুরুটা যেমন জমজমাট ছিল, তার রেশ এখনো আছে, দিনদিন জনপ্রিয়তা বাড়ছে। দর্শক চাহিদার এই নাটকটি নিয়ে খুব প্রশংসা পাচ্ছি প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় এই ভাললাগার মনোবল নিয়ে সামনের পর্বগুলো আরো সুন্দর করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি। সবাই বকুলপুর নাটকের সাথে দেখবেন, চোখ রাখবেন।