মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:
হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে বিনামূল্যে নতুন বই প্রদান করা হয়েছে। ২৮ আগষ্ট বুধবার সকালে ২৬ জন ছাত্রছাত্রীদের মধ্যে এই নতুন বই বিতরণ করা হয়। নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের আনন্দে খুশি অভিভাবকরাও।
এই ব্যপারে আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোতাহির মিয়া জানান, আমার ফুফাতো বোন ফারহানা রহমান (খুশবা) ও তার স্বামী আলাউর রহমানের পক্ষ থেকে এই বইগুলো একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। কলেজ শাখা এমপিও ভুক্ত না হওয়া পর্যন্ত সম্পূর্ণ খরছ আমরা বহন করব ইনশাআল্লাহ। তিনি সর্বক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন এবং আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাসুক মিয়ার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চান।
প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে বই বিতরণের সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সাবেক সভাপতি মোঃ সুজন মিয়া, শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ, সাবেক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।