জুলফিকার আলী,দাকোপ প্রতিনিধিঃ
খুলনা জেলা বিএনপির অন্তর্গত দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির এক যৌথ পরিচিতি সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দাকোপ উপজেলা বিএনপির কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক অসিত কুমার সাহা পৌরসভা বিএনপির আহ্বায়ক শেখ মোজাফ্ফর হোসেন এর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব আল আমিন সানা যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার , আইয়ুব আলী কাজী,শহিদুল ইসলাম শেখ, গাজী আব্দুল বারিক, বাচ্চু ফকির,জান্নাতুল ফেরদৌস, কামরুজ্জামান টুকু, ইমরান হোসেন পলাশ, আশরাফ গাজী, হাফিজুর রহমান, ফয়সাল শেখ, মাহাবুব মোল্লা,ফেনী মাধব বিশ্বাস,ময়জ উদ্দিন সরদার, শেখ সেকেন্দার আলী,আঃ রউফ সরদার, রহিম তালুকদার,মালেক গাজী, শেখ রফিকুল ইসলাম, হালিম হাওলাদার,মানস গোলদার, খাঁন মনিরুল ইসলাম,
কাউন্সিলর আব্দুল বারিক শেখ জুলফিকার আলী, শেখ হেলাল কাঞ্চন,ইমন গাজী, তাহের শেখ,আছাবুর রহমান পাইলট,ঈসা সানা, নুর ইসলাম সানা, এসে এম গোলাম কাদের,হজরত আলী, রনি মন্ডল,নুর হোসেন,হাইদুল সানা,অমল গোলদার, আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম বুলবুল, গাজী তরিকুল ইসলাম,বদিয়ার শেখ, দেলোয়ার শেখ, রমজান গাজী, রবিউল ইসলাম মনা,জি এম রুম্মন, ইয়াছমিন শেখ ছিলেন নব গঠিত কমিটির নেতৃবৃন্দ। সভায় সদ্য ঘোষিত দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির কমিটির নিয়ে কোন ভূয়া সংবাদ এ কান না দেয়ার অনুরোধ জানানো হয় এবং সকল কে ঐক্য বদ্ধ থাকার আহ্বান জানানো হয় ।