মিজানুর রহমান খুলনা
খুলনার দাকোপে ৪ নং কৈলাশগঞ্জ ইউনিয়নে দলিত সম্প্রদায়ের আয়োজনে রনজিৎ মন্ডলের পুত্র সুরঞ্জিত মন্ডল (প্যারিস) এর অবৈধ অর্থ এবং ক্ষমতার দাপটে এলাকার নিরীহ ব্যক্তি ও তার কূ-কর্মের বিরোধীদের, পলিচির মাধ্যমে হয়রানির প্রতিবাদে ১২ অক্টোবর ২০২৩ ইং বিকাল ৪ ঘটিকায় ত্রিমোহনী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ৪ নং কৈলাশগঞ্জ ইউপি সদস্য সুখেন্দু রপ্তান (বুলু ), ইউপি সদস্য অমিত রায়,, মানবাধিকার সংস্থার সভাপতি ও সদস্য বৃন্দ, সাংবাদিক বৃন্দ,বিষ্ণু দাস, ব্রজেশ দাস,পন্ডিত দাস,সারথি দাস, সীমা বিশ্বাস, আকাশ বিশ্বাস, দীপালি দাস, শিবু দাস,, সুবোধ দাস,পূন্নী দাস, কৃষ্ণ দাস, কাবিল গাজী, তুষার বিশ্বাস , সমর বৈরাগী, রবীন বিশ্বাস , বিশ্বজিৎ মন্ডল, রীনা দাস, ছোট শিবু সহ এলাকার শত শত নারী পুরুষ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,” এই ধুরন্ধর সুরঞ্জিত মন্ডল কিছু অবৈধ অর্থের মালিক হয়ে সাধারণ মানুষদের হয়রানি করছে । জনগনকে এম ,পি, গ্লোরিয়া ঝর্ণা,পুলিশ প্রশাসন ও সচিবালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের ভয়ভীতি দেখিয়ে কূ- কর্ম করে চলেছে। এই সুরঞ্জিতের কারনে আজ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছি। কোথায় পাচ্ছে এই ক্ষমতার দাপট ? প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি যাহাতে এই সুরঞ্জিত মন্ডল থেকে আমরা এলাকাবাসী রক্ষা পেতে পারি” ।