অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নব গঠিত কার্যনির্বাহী কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে মনোনীত হয়েছে পটিয়া উপজেলায় মানবিক কাজে নিয়োজিত নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান স্বাক্ষরিত একপত্রে তাঁকে
উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে মনোনীত করার কথা জানান।
আজ ৪ অক্টোবর আমেরিকা প্রবাসী ড. জুলকারনাইন চৌধুরী জীবনের হাতে দলীয় পদোন্নতির চিঠিটি হাতে পৌছে।
চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আপনার সুপরামর্শ ও সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করবে।
চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম রাজনৈতিক পরিবারে তিনি জন্ম গ্রহন করেন।তার পুরো পরিবারের সদস্যরা অসম্প্রদায়িক চেতনা লালনে বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামীলীগ পরিবারের অনুসারী হিসেবে পটিয়া উপজেলার সর্বস্হরের জনসাধারনে মাঝে রয়েছে সুখ্যাতি।
মানবিক নেতা ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন পিএইচডি ডিগ্রি শেষ করে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে রয়েছেন।
তিনি বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি৷দীর্ঘদিন ধরে তিনি নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে পটিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম-গন্জে অসহায়,গরীব,দুঃখী,মেহনতী মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন তার পরিচালিত টিম সদস্যরা।ড.জুলকারনাইন চৌধুরী জীবন এর কার্যক্রমে উপজেলায় সম
মানবতার এ ফেরিওয়ালাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একটি পদ দেওয়ায় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুভুতি জানিয়ে তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভুমিকা রেখেছেন। আগামীতে দলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চাইবেন। সেজন্য তিনি জেলা কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।