সুজিত দও পটিয়া (চট্টগ্রাম) চট্টগ্রামে পটিয়ার পৌর সদর প্রাণ কেন্দ্রে ভুমি অফিসের
ভূমি সহকারী অফিসার মোহাম্মদ
শাহজাহান চৌধুরী পবিত্র মাহে রমজানে পটিয়াবাসীকে
শুভেচ্ছা জানিয়ে,এক সংবাদ বিবৃতিতে ভূমি সহকারী কর্মকর্তা শাহজাহান চৌধুরী বলছে,প্রতি বারে
মত এ বারও অপার ঈদের আনন্দ বিলাতে ফিরে আসে ঈদ। এক মাস সিয়াম সাধনার শেষে শাওয়ালের নতুন চাঁদ আগমনে ঈদের খুশিতে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ। প্রতি বছর ন্যায় এ বারও উৎসাহ-উর্দ্দীপনায় খোলা মাঠে ঈদের জামায়াত পালিত হবে। সকলে শত দুঃখ-কষ্ট ভুলে গিয়ে প্রিয় জনের সান্নিধ্য পেতে শত ভোগান্তির মাঝে ঈদের আনন্দ ভাগা-ভাগি করতে নাড়ির টানে নিজেদের জীবনের নিরাপত্তার কথা না ভেবে নানান ঝুঁকি নিয়ে নিজ গ্রামে ছুটে আসেন এবং ঈদ শেষে তারা কর্মস্থলে আবার ফিরবেন। রমজান মানুষকে শিক্ষা দেয়, ত্যাাগ, পবিত্রতা, পরিচ্ছন্নতা ও সংযমের। তাই শান্তি-পূর্ণ পরিবেশে হিংসা-বিদ্বেষ,হানা-হানি, বিভেদ-বিশাদ ভুলে গিয়ে প্রিয় জনের সান্নিধ্য উপভোগ করব এবং ঈদের ঐকান্তিক কামনায় পরিবারে সঙ্গে সকলেই ঈদের আনন্দ ভাগা-ভাগির প্রত্যাশা করছি। করোনার শিক্ষা বিষয়ে ভুলে গেলে চলবে না। করোনা মানুষকে যে শিক্ষা দিয়েছে তা না ভুলে সবাইকে মনে রাখলেই সকলের জীবন ধর্ন্য হবে। ঈদ মোবারক।