প্রেস বিজ্ঞপ্তিঃ
পটিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মানবিক ডাক্তার নামে খ্যাত ডা: এমদাদুল হাসান এর পৃষ্ঠপোষকতায় পটিয়ার মনসা বাদামতল এরিয়ায় তীব্র গরমে একটু প্রশান্তির জন্য বিনামূল্যে শরবত বিতরণ করা হয়।এটা আজকে ১০ দিন ব্যাপী কার্যক্রমের ৫ম দিন।প্রথম দিন থেকেই এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে আছে আরেক পটিয়ার মানবিক টিম,সামাজিক মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনে পটিয়া। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেলে এই মহান উদ্যোগে তারা সবাই ভীষণ খুশি।
ক্যাম্পেইনে আজকে উপস্থিত ছিল রক্তের বন্ধনে পটিয়ার এডমিন আসহাব উদ্দিন, মহিউদ্দিন সজিব,আমির হোসেন অধ্যেতা,সদস্য ননা, আজাদসহ প্রমুখ।