রাজধানী ভাষানটেক থানাধীন সামাজিক সংগঠন তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র রমজান মাস উপলক্ষে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় ১৮ টি মাদ্রাসার ছাত্ররা একটি গ্রুপে, স্কুল পড়ুয়া ছাত্রদের তিনটি গ্রুপে এবং স্থানীয় মুরুব্বিদের আরেকটি গ্রুপে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রুহুল ইসলাম, হোমস- ৭১ ও কিংস্টন গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালাম সরকার, সেনা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব জনাব মাহমুদুল হক, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ হেলাল উদ্দিন, তারুণ্যের জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শহিদুল ইসলাম জাহাঙ্গীরসহ মাদ্রাসার সম্মানিত শিক্ষক, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য এবং এলাকার মুরুব্বিগণ। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে পুরস্কার প্রদান করা হয়।