অরুন নাথ,পটিয়া(চটগ্রাম) প্রতিনিধিঃ আজ রবিবার(১১ই জুন) সকাল টার দিকে চটগ্রাম মহানগর কোতোয়ালী থানা এলাকার চাক্তাই(চামড়াগুদাম) ১৫১ নং ওমর আলী হাইটস্ মার্কেটের দ্বিতীয় তলায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট শাখা প্রতিষ্টানের পরিচালক মোঃ শাহজাহান চৌধুরী ও মোঃ ওমর ফারুখ এর আয়োজনে এক বর্ণাঢ্য আনুষ্টানিকতার মধ্য দিয়ে শুভ উদ্ভোধন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চটগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন চটগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাজী নূরুল হক,বাবু পুলক খাস্তগীর,শৈবাল দাশ সুমন,ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মোঃ রেজাওনুর রহমান,রিজিওনাল কমপ্লাইন্স ম্যানেজার গোলাম ফারুখ মিয়া,সিনিয়র এরিয়া ম্যানেজার নাছির উদ্দিন,আছদগন্জ শুটকী ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবু নাছের,সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিঃ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী,আছদগন্জ শুটকী ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ওসমান হায়দার রানা,সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিঃ সাধারন সম্পাদক আমিনুল হক(বাবুল সরকার)।আরো উপস্হিত ছিলেন চাক্তাই,চামড়াগুদাম এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী বৃন্দ।
উল্লেখ্য অনুষ্টানের প্রধান অতিথি ও অন্যন্যা অতিথি বৃন্দ সহ ১ম পর্যায়ে একযোগে উৎসাহ,উদ্দীপনায় ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্ভোধন ঘোষনা করেছেন।এরপর সময়ে অতিথি ও উপস্হিত সুধীজন সকলে মিলে প্রতিষ্টান কার্যক্রম পরিচালনায় ব্যাংকের গ্রাহক বৃদ্ধি,উন্নতি ও সফলতা কামনায় এক খতমে কোরান মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্টান অনুষ্টিত হয়েছে।