1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেরদৌস বেগম চৌধুরী’র ইন্তেকাল দেশ সেবায় প্রয়াস নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে; প্রয়াসের ১৬তম বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আজাদী সম্পাদক চন্দনাইশে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন পটিয়ায় জিরি আল কুরআন একাডেমির ৫ম শ্রেনীর বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত সাতকানিয়ায় স্থানীয়  চিহ্নিত সন্ত্রাসীদের কর্তৃক আমিরাত প্রবাসীর বৃদ্ধ বাবাকে হত্যা চেষ্টা ৪ ফার্মেসিকে বোয়ালখালীতে ৮৩ হাজার টাকা জরিমানা বিকাশের দোকানের লাখ টাকা চুরির ঘটনায় বোয়ালখালীতে একজন গ্রেপ্তার আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী’র ইন্তেকাল বোয়ালখালী ডিজিটাল একাডেমিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বোয়ালখালীতে পরিমাণের চেয়ে ওজনে কম লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডাকাত সর্দার আবছারকে আটক করেছে পুলিশ

  • প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৯৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী  প্রতিনিধি :

ডাকাতি খুন ও মাদকসহ ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার নুরুল আবছারকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুল আবছার(৪১) বোয়ালখালী উপজেলার পশ্চিম খিতাপচর মোল্লা বাড়ির মৃত আব্দুল মোনাফের ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.আবদুর রাজ্জাক বলেন,’অস্ত্র উদ্ধার অভিযানে আবছারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলার তথ্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কিনা যাছাই-বাছাই করা হচ্ছে।জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে’।

থানা সূত্র জানায়,ডাকাত সর্দার নুরুল আবছারের বিরুদ্ধে ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ছয়টি ডাকাতি, তিনটি অস্ত্র,ও একটি মাদক মামলা।সাতটি মামলা বোয়ালখালী ও তিনটি পটিয়া থানায়।

পুলিশ সূত্র জানিয়েছে, গত বছরের জুন মাসে খিতাপচরে সংঘটিত ডাকাতির পর থেকে আবছারকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। কিন্তু সে এলাকা থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা দাবি করেন, আবছার দিনদুপুরে প্রকাশ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নিয়ন্ত্রণ করেছে বিশাল মাদক সম্রাজ্য। গত বছরের ২৭ নভেম্বর পূর্ব খিতাপচর এলাকা থেকে ৫৫০ লিটার মাদকসহ সিরাজ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, খুন, ও ডাকাতিসহ আটটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ডাকাত সর্দার আবছারের সহযোগী হিসেবে কাজ করতো বলে জানা যায়।

২০২১ সালের ২৫ নভেম্বর বোয়ালখালী থানার একটি অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার মামলায় তদন্ত করতে গিয়ে আবছারকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই হত্যা মামলায় পিবিআইয়ের প্রতিবেদনে বলেছে, নুরুল আবছার আন্তঃজেলা ডাকাত দলের দুর্ধর্ষ সক্রিয় সদস্য।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদক ও হত্যা মামলা রয়েছে।

বোয়ালখালী ছাড়াও বিভিন্ন থানায় ডাকাতি ও ভাড়াটিয়া খুনি হিসেবে কাজ করে। অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায় হচ্ছে তার প্রধান পেশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট