1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

ডাকাত সর্দার আবছারকে আটক করেছে পুলিশ

  • প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৭২ বার পড়া হয়েছে

বোয়ালখালী  প্রতিনিধি :

ডাকাতি খুন ও মাদকসহ ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার নুরুল আবছারকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুল আবছার(৪১) বোয়ালখালী উপজেলার পশ্চিম খিতাপচর মোল্লা বাড়ির মৃত আব্দুল মোনাফের ছেলে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.আবদুর রাজ্জাক বলেন,’অস্ত্র উদ্ধার অভিযানে আবছারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলার তথ্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কিনা যাছাই-বাছাই করা হচ্ছে।জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে’।

থানা সূত্র জানায়,ডাকাত সর্দার নুরুল আবছারের বিরুদ্ধে ১০টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ছয়টি ডাকাতি, তিনটি অস্ত্র,ও একটি মাদক মামলা।সাতটি মামলা বোয়ালখালী ও তিনটি পটিয়া থানায়।

পুলিশ সূত্র জানিয়েছে, গত বছরের জুন মাসে খিতাপচরে সংঘটিত ডাকাতির পর থেকে আবছারকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। কিন্তু সে এলাকা থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা দাবি করেন, আবছার দিনদুপুরে প্রকাশ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নিয়ন্ত্রণ করেছে বিশাল মাদক সম্রাজ্য। গত বছরের ২৭ নভেম্বর পূর্ব খিতাপচর এলাকা থেকে ৫৫০ লিটার মাদকসহ সিরাজ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, খুন, ও ডাকাতিসহ আটটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ডাকাত সর্দার আবছারের সহযোগী হিসেবে কাজ করতো বলে জানা যায়।

২০২১ সালের ২৫ নভেম্বর বোয়ালখালী থানার একটি অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার মামলায় তদন্ত করতে গিয়ে আবছারকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই হত্যা মামলায় পিবিআইয়ের প্রতিবেদনে বলেছে, নুরুল আবছার আন্তঃজেলা ডাকাত দলের দুর্ধর্ষ সক্রিয় সদস্য।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদক ও হত্যা মামলা রয়েছে।

বোয়ালখালী ছাড়াও বিভিন্ন থানায় ডাকাতি ও ভাড়াটিয়া খুনি হিসেবে কাজ করে। অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায় হচ্ছে তার প্রধান পেশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট