বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় আরকান সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার(১১জুলাই) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম পটিয়া আরকান সড়কের চরকানাই মিলিটারি পুলের কাছে হক্কানি পেপার মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নয়ন জানায়, পটিয়া থেকে ট্রাকটি বোয়ালখালীর দিকে যাচ্ছিল আর সিএনজি অটোরিকশাটি যাচ্ছিলো পটিয়া বাদামতলের দিকে। এ সময় গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষের কারণে অটোরিকশার চালকসহ ঘটনাস্থলেই মারা যান চার জন। আহত একজনকে নেয়া হয় হাসপাতালে।
দুর্ঘটনায় এক নারী, দুই শিশু ও সিএনজি অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আলীর মেয়ে রুমি আকতার(৩০), একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে শিশু ফাহিম(৫), আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের আহলা শেখ চৌধুরী পাড়ার মৃত সোনা মিয়ার ছেলে সিএনজিচালক আনোয়ার হোসেন(৫০)। অপরজনের নামপরিচয় জানা যায়নি। এছাড়া আহত হয়েছেন পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে মুহাম্মদ ইছহাক।
আহত ইছহাক ও আনোয়ারকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ইছহাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর ও আনোয়ারকে মৃত ঘোষণা করেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী।